Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LPG নাকি PNG পাইপলাইন, কোন গ্যাস দামে সস্তা? কোন গ্যাসে রান্না করলে খরচ অনেকটা কম হয়?

আজকের দিনে বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকা খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে প্রতিটি মানুষ তাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। কিন্তু, অনেক সময় দেখা যায়, গ্যাস পাইপলাইন সিলিন্ডারের থেকে ব্যবহার করা অনেক…

Avatar

আজকের দিনে বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকা খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে প্রতিটি মানুষ তাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। কিন্তু, অনেক সময় দেখা যায়, গ্যাস পাইপলাইন সিলিন্ডারের থেকে ব্যবহার করা অনেক বেশি সোজা। বারবার সিলিন্ডার বুক করার সমস্যায় পড়তে হয়না এখানে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন এই পাইপলাইন সংযোগের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী? আজ আমরা এই আর্টিকেলে দেখে নেবো এই পাইপলাইন গ্যাসের সুবিধা ও অসুবিধা কি কি?

১. আপনাদের জানিয়ে রাখি যে, পাইপলাইনের মাধ্যমে পাওয়া PNG গ্যাস, সাধারণ Lpg গ্যাস সিলিন্ডারের তুলনায় অনেক সস্তা। যদি দেখা যায়, পিএনজি এবং এলপিজির দামে প্রায় ২০ থেকে ২৫% পার্থক্য রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. একই সময়ে, PNG দাম প্রতি ঘনমিটারে প্রায় ৫০ টাকা এবং এলপিজিতে প্রতি কেজি দাম প্রায় ৬০ টাকা। তবে রাজ্য ভেদে দামের তারতম্য হয়।

৩. দিল্লিতে PNG-এর দাম প্রতি কেজিতে ৪৮.৫৯ টাকা। সাধারণ হিসাব অনুযায়ী, ১ কেজি LPG-এর দাম ১.১৬৪ ঘনসেমি PNG গ্যাসের সমান বলে মনে করা হয়৷ অর্থাৎ, দামও কিন্তু এটা অনেকটাই সস্তা।

৪. দামে সস্তা হলেও, PNG গ্যাসের ক্যালোরিফিক মান কম।

৫. এই গ্যাসে মূলত প্রোপেন ও বিউটেন পাওয়া যায়। বাতাসের থেকে এই গ্যাস অনেকটাই হালকা। তবে, এই গ্যাস খুব একটা ভালো গ্যাস নয়, তাই অনেকে এই গ্যাস ব্যবহার করতে একটু ভয় পান।

About Author