জীবন বীমা তৈরি করার ক্ষেত্রে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি সবথেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান ভারতীয়দের ক্ষেত্রে। আজকালকার দিনে এলআইসি একাধিক পলিসি নিয়ে এসেছে ভারতীয়দের জন্য যেখানে ভারতীয়দের সমস্ত চাহিদার কথায় মাথায় রাখা হয়েছে। কোনটাই আপনি বীমার সঙ্গে পানও সঞ্চয় সুবিধা , আবার কোন কোন জায়গাতে আপনার জন্য থাকে লাইফ কভার। বীমা সংস্থার মধ্যে চুক্তি হয় যদি পলিসি হোল্ডারের দুর্ভাগ্যজনক মৃত্যু হয় বা সেই পলিসির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে বীমা সংস্থা আপনাকে একটা মোটা টাকা দেয়। টাকার অংক পলিসি শুরুর সময়তে জানানো থাকে এবং পলিসি হোল্ডার নির্দিষ্ট সময় নমিনি বেছে নিতে পারেন।
সম্পদ তৈরি এবং পরিবারের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার ক্ষেত্রে অনেকেই বীমার সমস্ত সুবিধা গ্রহণ করেন। সেই কারণে জীবন বীমার ক্ষেত্রে সেরা পলিসি গ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চান একটা এলআইসি পলিসি কি অন্য কোন এলআইসি পলিসিতে ট্রান্সফার করতে পারবেন? মনে করা যাক একজন ব্যক্তি একটা এলআইসি পলিসি নিলেন এবং কিছুদিন পর তার মনে হল তার পলিসি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। সেই পরিস্থিতি ওই পলিসি বন্ধ না করেই অন্য পলিসিতে কি ট্রান্সফার হওয়া যায়?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসেক্ষেত্রে এক কথায় উত্তর হলো না। যদি আপনি পলিসি বন্ধ বা স্থানান্তর করতে চান তাহলে আর্থিক বিশেষজ্ঞরা বলেন, যদি পলিসি তিন বছরের বেশি পুরনো হয় তাহলে স্যারেন্ডার করে দিতে পারেন আপনি সেই পলিসিকে। একমাত্র যদি কোন গ্রাহক একমাস আগে পলিসি কিনেন তাহলে সেটা অন্য পলিসিতে স্থানান্তর করতে পারেন আপনি। কিন্তু এক মাসের বেশি পুরনো হয়ে গেলে সেই পলিসি আর স্থানান্তর করার জায়গা নেই। আসলে যে চুক্তিতে আপনি পলিসি গ্রহণ করবেন সেই চুক্তি আর পরিবর্তন করা যায় না এবং সেই প্রিমিয়াম রেট পরিবর্তন করা যায় না। সেই কারণেই অনেক ক্ষেত্রে আপনি পলিসি পাল্টাতে অক্ষম হন।