Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

থাইল্যান্ডে মোদীর ভাষণে সেই চেনা সুর, ভারত থেকে সন্ত্রাসবাদ নিক্ষেপ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার থাইল্যান্ড গিয়েছেন তিনদিনের সফরে। তিনি গিয়েছেন, ভারতকে সবচেয়ে বড় মুক্ত-বাণিজ্য অঞ্চল গঠনের সুবিধার্থে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির মধ্যে একটি মেগা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত করতে। প্রধানমন্ত্রী ভারতীয় সম্প্রদায়ের…

Avatar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার থাইল্যান্ড গিয়েছেন তিনদিনের সফরে। তিনি গিয়েছেন, ভারতকে সবচেয়ে বড় মুক্ত-বাণিজ্য অঞ্চল গঠনের সুবিধার্থে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির মধ্যে একটি মেগা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত করতে।

প্রধানমন্ত্রী ভারতীয় সম্প্রদায়ের ভাষণ দিয়েছেন ‘সাওয়াসদি পিএম মোদী’ শিরোনামের একটি অনুষ্ঠানে ব্যাংককে। থাই ইন্ডিয়ানরা ‘সাওয়াসদি পিএম মোদী’ আয়োজন করছেন। “সাওয়াসদি” শব্দটি শুভেচ্ছা ও বিদায় জানাতে থাই লোক এই সংস্কৃত শব্দ ব্যাবহার করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোদী বলেছেন, আমরা এখন অসম্ভবকে সত্য করে তোলার লক্ষ্যে কাজ করছি। তারা অকল্পনীয় ছিল। বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত করার জন্য ভারত একটি বিশাল সিদ্ধান্ত নিয়েছে।

মোদী বলেন, ভারত এবং থাইল্যান্ড একসাথে দ্রুত গতিতে এগিয়ে চলছে। দু’দেশের মধ্যে সপ্তাহে কমপক্ষে ৩০০ টি ফ্লাইট বিমান যাতায়াত করে। থাইল্যান্ডের কমপক্ষে ১৮টি গন্তব্যস্থান ভারতের সাথে সংযুক্ত রয়েছে এবং বিমানের গড় সময় ২-৪ ঘন্টাের মধ্যে হয়।

নরেন্দ্র মোদী যখন ‘সাওয়াসদি পিএম মোদি’ অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে কথা বলতেই সেখানে উপস্থিত জনগণ উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তা সমর্থন করেছে।

মোদী বলেছেন, ‘আমাদের সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য হল এসিয়ান দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করা। তার জন্য, আমরা আইন পূর্ব নীতিটি গঠন করেছি’। তিনি এও জানান গত বছর এশিয়ার দশটি দেশের নেতারা ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে অংশ নিতে ভারতে এসেছিলেন।

শত শত বছর আগে আমাদের বাণিজ্যে টেক্সটাইলের মূল ভূমিকা ছিল। পর্যটন এখন সেই ভূমিকা পালন করছে। থাইল্যান্ডের মানুষের জন্য, ভারত দ্রুত একটি পর্যটন স্থানে পরিণত হচ্ছে। গত কয়েক বছরে বিশ্বব্যাপী পর্যটন সূচকে ভারত ১৮ স্থান পেরিয়ে গেছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী তার ঘোষণায় জানান “করতারপুর করিডোরটি নভেম্বরে খোলা হবে এবং তীর্থযাত্রীরা সরাসরি করতারপুর সাহেব যেতে পারবেন। আমি আপনাদের সবাইকে ভারত এবং করতারপুর সাহেব ভ্রমণ করার আমন্ত্রণ জানাচ্ছি”।

About Author