Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুরুষরা মেয়েদের মতো বউ সেজে তৈরি জগদ্ধাত্রী পুজোর আয়োজনে, এটাই রীতি

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। দুর্গোৎসব শেষ হওয়ার পরে আসে ভাইফোঁটা কালীপুজো দীপাবলি। এর পরও শেষ না। এর পরে রয়েছে জগদ্ধাত্রী পুজো। চন্দননগর, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর এর জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। ছবিতে…

Avatar

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। দুর্গোৎসব শেষ হওয়ার পরে আসে ভাইফোঁটা কালীপুজো দীপাবলি। এর পরও শেষ না। এর পরে রয়েছে জগদ্ধাত্রী পুজো। চন্দননগর, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর এর জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। ছবিতে দেখতে পাবেন এক দল পুরুষ দাঁড়িয়ে আছে শাড়ি পড়ে। দেখতে বেশ বউ বউ লাগছে। কিন্তু তারাই বা কি করবে এটাই যে তাদের পুজোর রীতি।

এমনটাই দেখা যাচ্ছে ভদ্রেশ্বরে তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোয়। এবারে তারা ২২৩ তম বর্ষে পদার্পণ করল। এই ধরনের কাজগুলো সাধারণত বাড়ির বিবাহিত মেয়েরাই করে থাকেন। কিন্তু এখানে ঠিক উল্টোটা। পুরুষরা তাদের পোশাক পাল্টে একেবারে মেয়েদের মতন বউ সেজে তৈরি জগদ্ধাত্রী পুজোর আয়োজনে। রীতি মেনে তারাও একেবারে নিজেদেরকে সেই ভাবেই প্রস্তুত করেছেন। পরিপাটি শাড়িতে সেজেগুজে উঠেছেন তারা। দেখে বোঝার উপায় নেই যে তারা পুরুষ মানুষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author