আজকালকার দিনে সারা ভারতে হরিয়ানভি গানের একটা চল শুরু হয়েছে। আর এই চল শুরু হয়েছে সেই ইন্ডাস্ট্রির বেশ কিছু নৃত্যশিল্পীদের জন্য। তাদের স্টেজ শো এখন সারা ভারতে বেশ জনপ্রিয়। শুধুমাত্র হরিয়ানাতে নয়, দক্ষিণ ভারতীয় বলতে গেলে এই ধরনের গানের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে ধীরে ধীরে। পূর্ব ভারতে এবং বাংলায় অনেকেই আছেন যারা হরিয়ানভি গান শুনতে বেশ পছন্দ করেন। যেরকমভাবে ভোজপুরি গান আজকালকার দিনে ট্রেন্ডিং হয়েছে, এরকম ভাবেই জনপ্রিয়তা পেয়েছে হরিয়ানভি গান। আর এই হরিয়ানভি গানের জনপ্রিয়তার প্রধান ক্রেডিট দিতে হয় এই হরিয়ানভি জগতের সব থেকে বড় শিল্পী স্বপ্না চৌধুরীকে। প্রতিটি গানের ভিডিও এবং নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে এবং মিলিয়ন এর উপরে ভিউ থাকে সেই সমস্ত ভিডিওতে। অনেকেই এই সমস্ত গান এবং নাচের ভিডিও করে লাখ লাখ টাকা রোজগার করেন ইউটিউবের মাধ্যমে। তার সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতেও একটা জনপ্রিয়তা তৈরি হয় স্বপ্না চৌধুরীর।
স্বপ্না চৌধুরীর নাম নিলেই সবার আগে উঠে আসে রাগিনি প্রতিযোগিতার কথা। আগে রাগিনী প্রতিযোগিতা শুধুমাত্র পাঞ্জাবে সীমিত থাকলেও এখন সারা ভারতে বিভিন্ন জায়গায় রাগিনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। হরিয়ানার একটি গ্রামে প্রায় বছর ছয়েক আগে রাগিনী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন স্বপ্না চৌধুরী। বলতে গেলে স্বপ্না চৌধুরীর নাচের কোন জবাব নেই। তিনি এতটাই আকর্ষণীয় ডান্স করতে পারেন যে তাকে দেখে যে কেউ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। স্বভাবতই সেই ভান্ডারা অনুষ্ঠানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন স্বপ্না কে দেখতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই অনুষ্ঠানের একটি নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল। এই নাচের মঞ্চে সবুজ স্যুট পড়ে তার নৃত্য প্রদর্শন করতে এসেছিলেন স্বপ্না চৌধুরী। মঞ্চে ওঠার সাথে সাথেই দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছিলেন স্বপ্না। রণবীর কুন্ডুর গাওয়া গান জিরো ফিগারে যখন আপনার নাচ করতে শুরু করেন তখন তার নাচ দেখে পুরো গ্রাম একেবারে যেন পাগল হয়ে যায়। সপ্নার লাইভ পারফরমেন্স এতটাই আকর্ষণীয় ছিল যে মঞ্চে যেন একেবারে টাকার বৃষ্টি হতে শুরু করে। জিরো ফিগার গানটি এমনিতে ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি গান। এই গানের গীতিকার হলেন অমিত শাহিনী এবং এই গানের সংগীত দিয়েছেন ম্যাক ভি। এই গানটি ২০১৭ সালের সোনোটেক পাঞ্জাবি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। তিন কোটি ৭০ লাখের বেশি মানুষ এখনো পর্যন্ত এই গানটি দেখেছেন –