Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Virat Kohli 49th Century: বিশ্বকাপে কোহলির বিরাট রেকর্ড, জন্মদিনে সেঞ্চুরি সহ শচীনের আসনে বসলেন ‘চেজ মাস্টার’

বিশ্বকাপের শুরু থেকেই বিরাট কোহলির ব্যাট থেকে শতক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আর নিজের ভক্তদের অপেক্ষার প্রহর শেষ করতে বিশ্বকাপের আসরে বিরাট রেকর্ড করলেন কিং কোহলি।…

Avatar

বিশ্বকাপের শুরু থেকেই বিরাট কোহলির ব্যাট থেকে শতক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আর নিজের ভক্তদের অপেক্ষার প্রহর শেষ করতে বিশ্বকাপের আসরে বিরাট রেকর্ড করলেন কিং কোহলি। আজ ক্রিকেটের স্বপ্নপুরী তথা ইডেন গার্ডেনসে মাঠে নামার পূর্বে বিশ্ব ক্রিকেটে বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। ক্রিকেটার ঈশ্বর শচীন টেন্ডুলকারের আসন দখল করার সুবর্ণ সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে একদিনের ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন তিনি।

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত ৪০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজ ঘরে ফিরলে শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন বিরাট কোহলি। তবে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন শ্রেয়াস আইয়ার। এরপর রবীন্দ্র জাদেজার সাথে জুটি বেঁধে নিজের ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির পাশাপাশি দলকে ৩০০ রানের গন্ডি পার করান বিরাট কোহলি। যার ফলশ্রুতিতে, নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Virat Kohli 49th Century: বিশ্বকাপে কোহলির বিরাট রেকর্ড, জন্মদিনে সেঞ্চুরি সহ শচীনের আসনে বসলেন 'চেজ মাস্টার'

আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকের শত রানের ইনিংসের সুবাদে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরি করার তালিকায় শচীন টেন্ডুলকারের নামের পাশে নাম লিখিয়েছেন বিরাট কোহলি। ১২০ বল মোকাবেলা করে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি সহ ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি হাকিয়েছেন তিনি। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপের ইতিহাসে তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার, যিনি নিজের জন্মদিনে শত রানের ইনিংস খেলেছেন। যদিও ওডিআই ক্রিকেটে বিনোদ কুম্বলে এবং শচীন টেন্ডুলকারের নামের পাশে জন্মদিনে শত রানের ইনিংস খেলার রেকর্ড রয়েছে।

About Author