Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ind vs SL: ৩০২ রানের বিশাল ব্যবধানের লঙ্কান বধ, বিশ্বকাপে বিশাল রেকর্ড ভারতের

গতকাল মুম্বাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমানরত ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে ক্রিকেটের ইতিহাসে একাধিক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছে টিম ইন্ডিয়া। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি,…

Avatar

গতকাল মুম্বাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমানরত ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে ক্রিকেটের ইতিহাসে একাধিক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছে টিম ইন্ডিয়া। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, সেমিফাইনালে প্রবেশের লড়াইয়ে গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ৩০২ রানের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেরা ৪-এ প্রবেশ করেছে বিরাট কোহলিরা।

যদি ম্যাচের কথা বলি, তবে গতকাল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক। প্রথম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মার উইকেট কিছুটা স্বস্তি আনে শ্রীলংকান শিবিরে। তবে বিরাট কোহলি এবং শুভমান গিল দুই প্রান্ত থেকে ধ্বংস করতে থাকেন শ্রীলংকার বোলিং লাইন-আফ। দুজনের মধ্যে ১৮৯ রানের পার্টনারশিপ শুরুতেই শ্রীলঙ্কাকে ব্যাক ফুটে ঠেলে দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও শ্রীলঙ্কার একমাত্র সফল বোলার দিলশান মাদুশঙ্কা বিরাট কোহলি (৮৮) এবং শুভমান গিলের (৯২) উইকেট দখল করেন। পাশাপাশি শ্রেয়াস আইয়ারের (৮২) উইকেটসহ সর্বমোট ৫টি উইকেট দখল করেন দিলশান মাদুশঙ্কা। তবে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে শ্রীলংকার সামনে ৩৫৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।

এদিকে, পাহাড় সমান রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম বলেই জসপ্রিত বুমরাহর হাতে উইকেট তুলে দেন শ্রীলংকান ওপেনিং ব্যাটসম্যান পথুম নিসাঙ্কা। এরপর ভারতীয় পেস বোলারদের সামনে দাঁড়াতে পারেননি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এই দলের কোন ব্যাটসম্যান। দলের হয়ে মোহাম্মদ সামি ব্যক্তিগত ৫টি, মোহাম্মদ সিরাজ ৩টি এবং জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ১টি করে উইকেট দখল করেন। ফলশ্রুতিতে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলংকার ব্যাটিং ইনিংস।

এক নজরে বিশ্বকাপের রেকর্ড সমূহ?

১. ভারতের হয়ে সর্বাধিক উইকেট: গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট দখল করার সুবাদে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক উইকেটে (৪৫টি) দখল করার কৃতিত্ব অর্জন করেছেন মোহাম্মদ সামি।

২. সর্বাধিক বল হাতে রেখে ম্যাচ জয়: বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক বল হাতে রেখে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে টিম ইন্ডিয়া। ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলংকা। ফলশ্রুতিতে ৩০.২ ওভার হাতে রেখে ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে বিরাট কোহলিরা।

৩. সর্বাধিক ব্যবধানে ম্যাচ জয়: একদিনের বিশ্বকাপে ৩০২ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই বিশ্ব রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে টিম ইন্ডিয়া।

About Author