Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘টিপ টিপ বরসা পানি’ গানে ঘাম ঝরানো ডান্স, দেখলে ভুলে যাবেন রবীনা ট্যান্ডনের সাহসিকতাকেও

১৯৯৪ সালে রিলিজ হওয়া অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডন অভিনীত "মহড়া" সিনেমাতে আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কন্ঠে ভাইরাল হওয়া গানটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। "টিপ টিপ বরসা পানি"…

Avatar

১৯৯৪ সালে রিলিজ হওয়া অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডন অভিনীত “মহড়া” সিনেমাতে আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কন্ঠে ভাইরাল হওয়া গানটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। “টিপ টিপ বরসা পানি” গানে বৃষ্টির মধ্যে অক্ষয় কুমারের সামনে রবীনা ট্যান্ডনের সাহসী ডান্স নিশ্চয়ই ভুলতে পারেননি আপনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “টিপ টিপ বরসা পানি” গানে এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে রবীনা ট্যান্ডনের সাহসিকতাকেও পেছনে ফেলতে দেখা যাচ্ছে এক তরুণীকে।

বর্তমানে প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন ভিডিও রীতিমতো ভাইরাল হতে দেখা যাচ্ছে। বিশেষ করে ডান্সের পাশাপাশি পশুপাখির ভিডিও দেখতে বেশি পছন্দ করছেন নেটিজেনরা। যার ফলশ্রুতিতে অনেকেই কয়েক মিনিটের ভিডিও তৈরি করে আপলোড করছেন মিডিয়া পাড়ায়। বিশেষ করে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে পড়ছে এই সমস্ত ভিডিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুর-তাল-ছন্দ বোধহয় একেই বলে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া কয়েক মিনিটের একটি ভিডিও রীতিমতো অবাক করেছে নেটিজেনদের। এই মুহূর্তে যদি আপনি একাকীত্ব অনুভব করেন, তবে এক্ষুনি ইউটিউবে গিয়ে দেখে আসুন ভাইরাল এই ভিডিওটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সাহসী ডান্সের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে। যা আপনার একাকীত্ব ভাব দূর করতে সাহায্য করবে।

বিগত কয়েক বছর ধরে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ইন্টারনেটের জগতে ভাইরাল হচ্ছেন গ্রামের সাধারণ মানুষও। আর এবার সেই ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নাম লেখালেন বাঙালি তরুণী তানিয়া সাহা। জনপ্রিয় হিন্দি গান তথা ‘টিপ টিপ বরসা পানি’-তে সাহসী ডান্স করে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। Taniya Official নামক ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করার পর এখনও পর্যন্ত প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ উপভোগ করেছেন। পাশাপাশি অনেকেই প্রশংসা করেছেন তানিয়ার সাহসিকতার।

About Author