Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিধানসভা উপনির্বাচনে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ভরসা স্থানীয় মুখ

তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে স্থানীয় মুখের উপরই ভরসা রাখলো তৃণমূল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় তিন পরিচিত মুখকেই…

Avatar

তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে স্থানীয় মুখের উপরই ভরসা রাখলো তৃণমূল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় তিন পরিচিত মুখকেই বেছে নিল দলীয় নেতৃত্ব। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলন করে তিন কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেন। কালিয়াগঞ্জে তপন দেব সিংহ, করিমপুরে বিমলেন্দু সিংহ রায় এবং খড়গপুর সদর কেন্দ্রে প্রদীপ সরকার তৃণমূলের টিকিটে উপনির্বাচনে লড়বেন।

খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ পদে নির্বাচিত হওয়ায় এখানে উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়ে। একই ভাবে করিমপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় ওখানেও উপনির্বাচন হবে। অন্যদিকে উত্তর দিনাজপুরের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে আসনটি ফাঁকা হয়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনকে ‘প্রেস্টিজ ফাইট’ হিসেবেই দেখছে বিজেপি ও তৃণমূল। বাম ও কংগ্রেসের কাছে অবশ্য এই উপনির্বাচন রাজ্য রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার লড়াই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author