বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে কয়েক হাজার টাকা উপার্জন করতে দম ছুটে যাচ্ছে। আর এক্ষেত্রে নিজেদের যাতায়াত ভাড়া বাঁচাতে দু’চাকা কেনার ঝোঁক বেড়েছে অনেকটাই। লকডাউনের সময় থেকেই এই প্রবণতা বেড়েছে দ্বিগুণ। আর এখন চার চাকার বড় বড় সংস্থাগুলোও ভাবছে দু’চাকার গ্রাহকদের জন্য। এবার তাদের জন্যই সুখবর! দিওয়ালির আগেই নতুন অফার নিয়ে হাজির হন্ডা। সব ধরনের স্কুটারের উপরেই দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
জানা যাচ্ছে হন্ডা অ্যাক্টিভ কিংবা হন্ডার যেকোনো ধরনের দু’চাকা কেনার ক্ষেত্রে গ্রাহকরা পাবেন বিশেষ ছাড়। ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা পেতে পারেন গ্রাহকরা। হন্ডার নতুন মডেলের এক্সশোরুমের দাম ৮০,৭৩৪ টাকা-৮২,৭৩৪ টাকার মধ্যে। এক্ষেত্রেও আকর্ষণীয় ছাড় পেতে পারেন গ্রাহকরা। আর ইএমআইয়ের ক্ষেত্রে ৬.৯৯ শতাংশ হারে সুদের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। আর এটি যে গ্রাহকদের কাছে এক বড় সুযোগ, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএমনকি জিরো ডাউন পেমেন্টের সুবিধাও পেয়ে যেতে পারেন কেউ কেউ। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে গেলে নিকটবর্তী যেকোনো হন্ডার শোরুমে গেলেই হবে। দীপাবলির আগেই গ্রাহকদের খুশি করতে ও সমস্ত ধরনের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ হন্ডা কম্পানির। এক্ষেত্রে ক্যাশব্যাকের সুবিধা তারাই পাবেন যারা ফেডারেল ব্যাঙ্ক, এইউ ব্যাঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, ওয়ান কার্ড, আইডিএফসি ব্যাঙ্ক ও পাইন ল্যাবের গ্রাহক হবেন। বলাই বাহুল্য, যারা এখন হন্ডার বাইক কেনার কথা ভাবছেন, তাদের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ, যা একেবারেই হাতছাড়া করা উচিৎ নয়। এই মুহূর্তে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চর্চা শুরু হয়েছে একাধিক মিডিয়ার পাতায়।