Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর সময় Hero কোম্পানির এই বাইকের উপরে চলছে ৩০,০০০ টাকা ছাড়, দেখুন সমস্ত বিশেষত্ব

ভারতে সবথেকে বড় বাইকের ব্র্যান্ডের মধ্যে অন্যতম হলো হিরো। ভারতের মানুষ হিরোর বাইক খুব পছন্দ করে। এর মূল কারণ হলো হিরো কোম্পানিটি খুবই কম দামের মধ্যে দারুন দারুন স্পেসিফিকেশন দিয়ে…

Avatar

ভারতে সবথেকে বড় বাইকের ব্র্যান্ডের মধ্যে অন্যতম হলো হিরো। ভারতের মানুষ হিরোর বাইক খুব পছন্দ করে। এর মূল কারণ হলো হিরো কোম্পানিটি খুবই কম দামের মধ্যে দারুন দারুন স্পেসিফিকেশন দিয়ে বাইক বাজারে নিয়ে আসে। এই কোম্পানির বাইক কিনলে আপনি অনেকদিনের জন্য একেবারে সুরক্ষিত। আপনাকে কোনো অতিরিক্ত খরচ করতে হবেনা এই বাইকের জন্য। সবথেকে বড় কথাটা হলো এই বাইকের একদিকে যেমন দাম কম, তেমনি কিন্তু মেইনটেইন করার খরচ অনেকটাই কম। ফলে খুব কম খরচের মধ্যে আপনি আপনার বাইক চালাতে পারবেন। তবে, এত কিছুর পরেও যদি আপনার মনে হয় আপনার বাইকের খরচ বেশি হচ্ছে এবং আপনি আরো কম দামের মধ্যে বাইক নিতে চান কিন্তু আপনার হিরো কোম্পানির বাইকই লাগবে, তবে আপনাদের জন্য আছে কিছু ভালো সেকেন্ড হ্যান্ড বাইকের অপশন। আপনি যদি এই উৎসবের মরসুমে একটি বাইক কিনতে চান, তাহলে Hero HF Deluxe একটি খুব ভাল বিকল্প হতে পারে। এই বাইকটি কিনে আপনি ৩০ হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। তাহলে চলুন কিছু ভালো সেকেন্ড হ্যান্ড বাইক দেখে নেওয়া যাক।

OLX-এর মতো নামকরা ওয়েবসাইটে, আপনি ২০১৪ মডেলের Hero HF ডিলাক্স পাবেন মাত্র ১৫,০০০ টাকায়। এই বাইকটি খুব ভালো অবস্থায় রয়েছে এবং এর সাথে আপনি এর আসল নথি এবং বীমা পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দ্বিতীয় বাইকটিও OLX-এ লিস্টেড আছে।এটি ২০১৯ মডেলের Hero HF Deluxe। এখানে এর দাম রাখা হয়েছে ৪০,০০০ টাকা। এটি খুব ভালো অবস্থায় রয়েছে এবং দেখতে হুবহু শোরুম থেকে আসা বাইকের মতো। আপনি যদি চান, আপনি এর মালিকের সাথে কথা বলতে পারেন এবং এর সম্পূর্ণ বিবরণ পেতে পারেন।

Droom ওয়েবসাইটেও হিরো এইচএফ ডিলাক্সে খুব ভাল অফার দেওয়া হচ্ছে। এখানে ২০১৭ মডেলের Hero HF Deluxe বিক্রি হচ্ছে ৩০,০০০ টাকায়। এছাড়াও BikeDekho ওয়েবসাইটেও এই বাইকের ওপরে আছে ভালো অফার। মাত্র ৩৫,০০০ টাকায় আপনি এই বাইক পাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, এই বাইকের এক্স শোরুম দাম ৬৫,০০০ টাকা।

About Author