টেক বার্তা

এই দিন ভারতে লঞ্চ হচ্ছে কম দামের ৫জি স্মার্টফোন, দাম ১০ হাজার টাকারও কম, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Advertisement

আগামী ২ নভেম্বর Lava Blaze 2 5G নামে নতুন একটি স্মার্টফোন ভারতে আনছে লাভা। এই দিন দেশে ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছে প্রতিষ্ঠানটি। যাতে ফোনটির ব্যাক প্যানেল, ক্যামেরা ডিজাইন, কালার ভ্যারিয়েন্ট দেখানো হয়েছে। এই ফোনের দাম ১০ হাজার টাকারও কম হবে। ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে।

প্রতিষ্ঠানটি এরই মধ্যে এ বছর লাভা ব্লেজ ২ ও লাভা ব্লেজ ২ প্রো উন্মোচন করেছে। লাভার এই আসন্ন স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যের সেগমেন্টে প্রবেশ করবে। লাভা ব্লেজ ২ ৫জি লঞ্চের তারিখ সম্পর্কে তথ্য শেয়ার করেছে প্রতিষ্ঠানটি। এ জন্য প্রতিষ্ঠানটি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে, যার সাহায্যে অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে। কোম্পানির শেয়ার করা ভিডিওতে স্মার্টফোনটির চেহারা, রঙ দেখানো হয়েছে। ভিডিওটি ব্যাক প্যানেল দেখানোর মাধ্যমে শুরু হয়, যার উপর এআই ক্যামেরা লেখা রয়েছে। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Lava Blaze 2 5G

লাভার এই আসন্ন হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে এলইডি ফ্ল্যাশ লাইটও ব্যবহার করা হয়েছে। এই ফোনটি তিনটি কালার ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে। ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে।

ফাঁস হওয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে লাভার এই আসন্ন মোবাইলটি দুটি ভেরিয়েন্টে আসবে, একটিতে থাকবে ৪ জিবি RAM+ ৬৪ জিবি স্টোরেজ এবং অন্যটিতে থাকবে ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজের অপশন। উভয় মডেলই ইউএফএস ২.২ স্টোরেজ পাবে।

Related Articles

Back to top button