Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে লঞ্চ হল JioPhone Prima, 4G নেটওয়ার্ক সাপোর্ট সহ পাবেন একাধিক ফির্চাস

২০১৬ সালে সস্তা ইন্টারনেট বাজারে এনে ভারতের ডিজিটাল পরিসেবা কে এক নবরূপ দিয়েছিলো জিও এবার স্মার্ট ফোন দুনিয়াতেও সেই প্রচেষ্টা। JioPhone Prima লঞ্চের পিছনে কোম্পানির একটাই উদ্দেশ্য ‘2G মুক্ত ভারত’…

Avatar

২০১৬ সালে সস্তা ইন্টারনেট বাজারে এনে ভারতের ডিজিটাল পরিসেবা কে এক নবরূপ দিয়েছিলো জিও এবার স্মার্ট ফোন দুনিয়াতেও সেই প্রচেষ্টা। JioPhone Prima লঞ্চের পিছনে কোম্পানির একটাই উদ্দেশ্য ‘2G মুক্ত ভারত’ নির্মাণ করা।দেশিও স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Karbonn-এর সঙ্গে যৌথ ভাবে JioPhone Prima 4G লঞ্চ করেছে। বাজারের সদ্য লঞ্চ হওয়া এই ফোনটি দেখতে সাধারণ কোনো কিপ্যাড ফোনের মত হলেও এতে YouTube এবং WhatsApp-এর অ্যাপ্লিকেশন খুব সহজে অপারেট করা সম্ভব।

মূলত গরিব ও মধ্যবিত্ত পরিবারের কাছে ইন্টারনেটের ব্যবহার পৌঁছে দেওয়ার উদ্দেশে এই অভিনব প্রয়াস করা হয়েছে Jio-র তরফ থেকে ।এই স্মার্ট ফোনটি মূলত 4G নেটওয়ার্কের সাথে আসে। যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহারে নতুন এবং সস্তা প্ল্যান খুঁজছেন, তাদের জন্য JioPhone Prima 4G যথার্থ। ফেসবুক এবং ওয়াটসঅ্যাপ সহ আরও একাধিক জনপ্রিয় অ্যাপ্স এই ফোনে উপলব্ধ রয়েছে। এই ফোনটিতে যেমন ছবি তোলা যাবে, তেমনই আবার JioPay-র মাধ্যমে UPI পেমেন্টও করা যাবে। যদি দুর্দান্ত এই ফোনের রিচার্জ প্লানের কথা বলি, তবে মাসিক রিচার্জে ১২৩ টাকা এবং বার্ষিক রিচার্জে ১২৩৪ টাকা খরচ করতে হবে আপনাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

JioPhone Prima 4G ফোনে এন্টারটেইনমেন্টের জন্যও একাধিক অপশন রয়েছে। যেমন , JioCinema, JioSaavan এবং FM Radio। দুর্দান্ত এই ফোনের অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা যদি বলি, তবে এতে 1800mAh-এর বৃহৎ ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি JioPhone Prima 4G-তে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ARM Cortex A53 চিপসেট। দুর্দান্ত এই ফোনটি ২৩টি ভাষা সমর্থন সহ 128GB মেমোরি সাপোর্ট করতেও সক্ষম। তাছাড়া দুর্দান্ত এই ফোনে Jio Cinema, JioSaavn, JioNews-এর মতো অ্যাপ গুলি আগে থেকেই ইন্সটল করা থাকছে। আপনি চাইলে বাজার থেকে মাত্র ২,৫৯৯ টাকায় ফোনটি ক্রয় করতে পারবেন।

About Author