Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আদিত্য নয়, বিধানসভায় শিবসেনার দলনেতা একনাথ শিন্ডে

বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে শিবসেনার প্রথম বৈঠক হলো আজ। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে উঠে এল একনাথ শিন্ডের নাম। সূত্রের খবর, উপ মুখ্যমন্তীর পদ নিতে অস্বীকার করেছেন আদিত্য ঠাকরে। এই সিদ্ধান্তে…

Avatar

বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে শিবসেনার প্রথম বৈঠক হলো আজ। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে উঠে এল একনাথ শিন্ডের নাম। সূত্রের খবর, উপ মুখ্যমন্তীর পদ নিতে অস্বীকার করেছেন আদিত্য ঠাকরে। এই সিদ্ধান্তে সায় রয়েছে শিবসেনা সুপ্রিমো উদ্ভব ঠাকরের। এক বর্ষীয়ান শিবসেনা নেতা জানিয়েছেন, ‘সরকারে যোগ দেওয়ার আগে আদিত্যের দু আড়াই বছর সংসদীয় রীতিনীতি বিষয়ে শিখে নেওয়া প্রয়োজন।’

আদিত্যকে বাদ দিয়ে একনাথ শিন্ডে ও সুভাষ দেশাইকে পছন্দ ছিল উদ্ভব ঠাকরের। তাদের মধ্যে থেকেই একজনকে বেছে নিল পরিষদীয় দল। সরকার গড়ার আগে ৫০-৫০ ফর্মুলায় শাসন ক্ষমতা ভাগ করে নেওয়ার শর্ত দিয়েছিল শিবসেনা। এবারের নির্বাচনে এনডিএ জোটের বিজেপি ১০৫ টি ও শিবসেনা ৫৬ টি আসনে জয় লাভ করেছে। এনডিএ জোটের পক্ষ থেকে দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

About Author