আগামীবছর অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। পুরুষ দলের পাশাপাশি মহিলাদেরও বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। তারই ট্রফি উন্মোচন করার জন্য আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। এই আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত করিনা।
তিনি বলেন “এই রকম একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পারব এটা ভেবেই আমি গর্বিত। আমি সকল মেয়েদের আমন্ত্রণ জানায় খেলাধুলায় অংশগ্রহণ করে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার”। তিনি আরও বলেন “তাঁরা আমাদের কাছে অনুপ্রেরণার, আমার স্বর্গীয় শ্বশুরমশাই(মনসুর আলী খান পতৌদি) ভারতের একজন মহান ক্রিকেটার এবং আমি বিশ্বকাপের ট্রফি উন্মোচিত করতে চলেছি এজন্য আমি অত্যন্ত সম্মানিত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর।