Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জম্মু ও কাশ্মীরে প্রথম উপ-রাজ্যপাল হিসাবে শপথ নিলেন গিরিশ চন্দ্র মুর্মু

আজ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম উপ-রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলেন গিরিশ চন্দ্র মুর্মু। এই শপথ অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের হাই কোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল লেফটেন্যান্ট গভর্নরকে…

Avatar

আজ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম উপ-রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলেন গিরিশ চন্দ্র মুর্মু। এই শপথ অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের হাই কোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল লেফটেন্যান্ট গভর্নরকে শপথ পাঠ করান।

চলতি বছরের ৫ ই আগস্ট জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা বাতিল করে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এবং জম্মু ও কাশ্মীর রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল – জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করা হয়। গতকাল, বুধবার রাধা কৃষ্ণ মাথুর লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত হন । কালকেও মাথুরকে শপথ বাক্য পাঠ করান জম্মু ও কাশ্মীর হাই কোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল। মাথুর হলেন ত্রিপুরার ক্যাডার থেকে ১৯৭৭ এর ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি ভারতের মুখ্য উপদেষ্টা কমিশনারের পদ থেকে অবসর নেন এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের পদ গ্রহণ করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দ্র মুর্মু আজ শপথ গ্রহণের জন্য গতকাল অর্থাৎ বুধবার শ্রীনগরে আসেন। গিরিশ চন্দ্র মুর্মুকে এদিন স্বাগত জানানোর জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্য সেক্রেটারি বিভিআর সুব্রাহ্মণ্যম এবং উপদেষ্টা ফারুক খান। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হওয়ার আগে মুর্মু কেন্দ্রে ব্যয় সচিবের দায়িত্ব পালন করেছেন।

About Author