গোটা দেশে যখন চলছে বিভিন্ন প্রকার উৎসব, ঠিক তখনই রাজ্য সরকার বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারি কর্মচারীদের জন্য। আমরা আপনাদের বলে রাখি, পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা বিগত কয়েক বছর ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধি করানোর জন্য জোরদার আন্দোলন করে চলেছেন। তবে রাজ্যের সরকারি কর্মচারীদের সেই আন্দোলনে ভুরুক্ষেপ করেনি রাজ্য সরকার। তবে লক্ষী পূজোর পরেই সরকারি কর্মচারীরা বিরাট সুখবর পেলেন। ১লা জুলাইয়ের হিসাব অনুযায়ী ৪ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।
আজ্ঞে হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এবার রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা এক লাফে বাড়তে চলেছে ৪ শতাংশ। সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই ঘোষণা করেছেন। তিনি বলেন, রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে ৩.৫ লাখের কাছাকাছি সরকারি কর্মচারীরা এই সুবিধা ভোগ করবেন। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। যা ৭ম পে কমিশনের সুপরিশ ক্রমে আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো ১লা জুলাইয়ের হিসাব অনুযায়ী ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্বাভাবিকভাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের এই ঘোষণার পর রাজ্যের সাড়ে তিন লাখ সরকারি কর্মচারীরা আনন্দের জোয়ারে ভাসছেন। পূজার বোনাসের পাশাপাশি মহার্ঘ ভাতা বৃদ্ধি, যেন ২০২৩ সরকারি কর্মচারীদের জন্য নিয়ে এসেছে ডাবল ধামাকা। শুধু মহার্ঘ ভাতা বৃদ্ধি নয়, চলতি বছর রাজ্য সরকারের কর্মচারীদের সম্মানী ভাতাও বেশ কিছুটা বাড়িয়েছে হরিয়ানা সরকার। মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর রাজ্যের আশা কর্মীদের সম্মানী ভাতাও বেশ কিছুটা বৃদ্ধি করে ২১০০ টাকা করার ঘোষণা করেছে। স্বাভাবিকভাবে একসাথে রাজ্যের সকল কর্মচারীদের বেতন বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার পরে উৎসব পালন করছেন কর্মচারীরা।