Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Web series : পরকীয়া সম্পর্ক ও রগরগে উষ্ণতা ভরপুর Ullu অ্যাপের এই নতুন ওয়েব সিরিজ, ট্রেলার ব্যাপক ভাইরাল ইউটিউবে

ওটিটি প্ল্যাটফর্মের প্রবণতা অত্যন্ত বাড়ছে ওয়েব সিরিজপ্রেমীদের মধ্যে। বেশিরভাগ সিনেমাই OTT প্ল্যাটফর্মে মুক্তি পায়। শুধু তাই নয়, সাহসী ওয়েব সিরিজের প্রতিটি মানুষের আগ্রহ বাড়িয়েছেন। ULLU, Mx player, বা Alt Balaji-এর…

Avatar

ওটিটি প্ল্যাটফর্মের প্রবণতা অত্যন্ত বাড়ছে ওয়েব সিরিজপ্রেমীদের মধ্যে। বেশিরভাগ সিনেমাই OTT প্ল্যাটফর্মে মুক্তি পায়। শুধু তাই নয়, সাহসী ওয়েব সিরিজের প্রতিটি মানুষের আগ্রহ বাড়িয়েছেন। ULLU, Mx player, বা Alt Balaji-এর সাহসী এবং হট সিরিজের মতো প্ল্যাটফর্মগুলি এমন কিছু যা দর্শকরা তাদের চোখ সরিয়ে নিতে পারে না। আবারও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উল্লুর একটি ওয়েব সিরিজ সমন্ধে যা দেখে চক্ষু চড়কগাছ হবে আপনারও।

এই অ্যাডাল্ট ওয়েব সিরিজ জগতের বেতাজ বাদশা হল উল্লুর বেশ কিছু ওয়েব সিরিজ। বিশেষ করে এর চরম সুখ পর্বের এপিসোডে উদ্দাম যৌনতা দেখা যায়। সম্প্রতি রীতিমতো হইচই ফেলে দিয়েছে অভিনেত্রী জিনি জ্যাজ অভিনীত উল্লু ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘চরম সুখ জানে আনজানে মে’-এর সপ্তম সিজনের দ্বিতীয় পার্ট। এতে প্রতি মুহূর্তে রয়েছে পরকীয়া প্রেমের ছোঁয়া। এই ওয়েব সিরিজের মূল কাহিনী আবর্তিত হয় এক দম্পতির জীবন নিয়ে। বিশেষ করে শ্বশুরের সাথে গৃহবধূর বেড সিন লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে দিয়েছে। এছাড়াও এতে রয়েছে কাজের মেয়ের সাথে শ্বশুরের অন্তরঙ্গ দৃশ্য। এই ওয়েব সিরিজ ভুল করেও পরিবারের সাথে দেখবেন না। আপনাকে ঘরের দরজা বন্ধ করে একান্তে এই ওয়েব সিরিজ দেখতে হবে। এতে এমন কিছু দৃশ্য আছে, যা দেখে আপনি আপনার নিয়ন্ত্রন হারাতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ‘চরম সুখ জানে আনজানে মে’-এর সপ্তম সিজনে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা। তাঁরা হলেন জিনি জ্যাজ, পিহু সিং, দীপক দত্ত, আনমোল দত্ত প্রমুখরা। এই ওয়েব সিরিজে প্রত্যেক মুহূর্তে রয়েছে অন্তরঙ্গ দৃশ্য। কিছু কিছু সিন দেখে নিয়ন্ত্রণহীন হতে পারেন আপনিও। ওয়েব সিরিজটি সম্পূর্ণ দেখতে অবশ্যই উল্লু অ্যাপে সাবস্ক্রিপশন নিন। আপাতত ট্রেলার দেখতে চাইলে এখানেই দেখে নিন।

About Author