Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিশ্বকাপের মধ্যে কঠিন সিদ্ধান্ত BCCI-এর, সকল প্রকার ক্রিকেট থেকে ২ বছরের নিষেধাজ্ঞা পেলেন এই ক্রিকেটার

২০২৩ একদিনের বিশ্বকাপে মোটের উপর ভারতীয় টিমের পারফরম্যান্স চোখে পড়ার মতো। রোহিত শর্মার নেতৃত্বে এখনও পর্যন্ত দলটি ৫টি ম্যাচ খেলেছে। যেখানে প্রতিটি ম্যাচে দামদার পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। যদি চলতি…

Avatar

২০২৩ একদিনের বিশ্বকাপে মোটের উপর ভারতীয় টিমের পারফরম্যান্স চোখে পড়ার মতো। রোহিত শর্মার নেতৃত্বে এখনও পর্যন্ত দলটি ৫টি ম্যাচ খেলেছে। যেখানে প্রতিটি ম্যাচে দামদার পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। যদি চলতি বিশ্বকাপের কথা বলি, তবে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলিরা। আজ বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

চলতি বিশ্বকাপের উষ্ণতায় যখন গোটা বিশ্ব উৎসবের মেজাজে রয়েছে ঠিক তখনই ভারতীয় ক্রিকেট বোর্ড বড় সিদ্ধান্ত নিল এক ক্রিকেটারের বিপক্ষে। জাতীয় দল তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত সমস্ত প্রকার ক্রিকেট খেলা থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো এক ভারতীয় ক্রিকেটারকে। এই নিষেধাজ্ঞা আগামী ২ বছরের জন্য বলবৎ থাকবে বলে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ) শনিবার জারি করা এক বিবৃতিতে বলেছে যে, জম্মু ক্রিকেটার বংশজ শর্মাকে বিভিন্ন জন্ম তারিখ সহ একাধিক জন্ম শংসাপত্র জমা দেওয়ার জন্য বিসিসিআই দ্বারা দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিনি বিভিন্ন প্রকার ক্রিকেট খেলার সময় বিভিন্ন রকম জন্ম সনদ জমা দিয়েছিলেন বলে জানানো হয়েছে জম্বু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে। যে কারণে আগামী ২ বছরের জন্য কোন প্রকার ক্রিকেট খেলতে পারবেন না বংশজ শর্মা। নির্ধারিত সাজা শেষে বিসিসিআই আয়োজিত যেকোনো টুর্ণামেন্টে মাঠে নামতে পারবেন তিনি।

About Author