Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড় দিনে বড় পর্দায় দেখা যাবে টম অ্যান্ড জেরি

টম এবং জেরির খুনসুটি করা মজাদার ভিডিও দেখেনি এরকম মানুষ নেই বললেই চলে। টম অ্যান্ড জেরি বিশ্বের অন্যতম জনপ্রিয় কার্টুন চরিত্র এবং আজও সমান জনপ্রিয়। ১৯৪০ সালে উইলিয়াম হান্না ও…

Avatar

টম এবং জেরির খুনসুটি করা মজাদার ভিডিও দেখেনি এরকম মানুষ নেই বললেই চলে। টম অ্যান্ড জেরি বিশ্বের অন্যতম জনপ্রিয় কার্টুন চরিত্র এবং আজও সমান জনপ্রিয়। ১৯৪০ সালে উইলিয়াম হান্না ও জোসেফ বার্বারা এই চরিত্র দুটির সৃষ্টি করেন।

হলিউডের সিনেমাতে এবার টম অ্যান্ড জেরি কে দেখা যাবে। ২০২০ সালের ২৩শে ডিসেম্বর তাদের নিয়ে একটি লাইভ অ্যাকশন হাইব্রিড কমেডি মুক্তি পেতে চলেছে। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স অ্যাসোসিয়েশনের পরিবেশনায়, ক্রিস্টোফার ডিফারিয়া প্রযোজিত এই কমেডি ছবিটির পরিচালক টিম স্টোরি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এতে অভিনয় করতে দেখা যাবে মার্কিন শিল্পী চোলে গ্রেস মোর্তজ, মাইকেল পেনা, কেন জং, জর্ডন বলগর ও পল্লবী শর্দাকে। গল্পে দেখা যাবে টম এন্ড জেরি নিউইয়র্ক এর একটি বিলাসবহুল হোটেলে আশ্রয় নিয়েছে। মোর্তজ সেই হোটেলে চাকুরীরতা, তার উপর দায়িত্ব পড়েছে টম এবং জেরি কে হোটেল থেকে তাড়ানোর। যদি সে না পারে তাহলে তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হবে। টম এবং জেরির ক্ষুরধার বুদ্ধির কাছে সে কীভাবে পেরে উঠবে সেই নিয়ে গল্প এগিয়ে চলবে।

About Author