Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই গাড়ি হল দেশের সবচেয়ে সস্তার অটোমেটিক SUV গাড়ি, দাম মাত্র ৬.৫o লাখ টাকা

আজকালকার দেশের ট্রেন্ড অনুযায়ী ভারতীয়রা বেশি করে পছন্দ করছে এসইউভি গাড়ি। Mahindra, Tata কোম্পানির SUV গাড়িগুলি আজকের দিনের সেরা গাড়ির তালিকায় আসে। তবে সাধারণত বেশিরভাগ SUV গাড়ির দাম অনেক বেশি…

Avatar

আজকালকার দেশের ট্রেন্ড অনুযায়ী ভারতীয়রা বেশি করে পছন্দ করছে এসইউভি গাড়ি। Mahindra, Tata কোম্পানির SUV গাড়িগুলি আজকের দিনের সেরা গাড়ির তালিকায় আসে। তবে সাধারণত বেশিরভাগ SUV গাড়ির দাম অনেক বেশি হয়। কিন্তু বর্তমানে SUV গাড়ির কথা বললে ব্যাপক সস্তায় গাড়ি এনে চমকে দিয়েছে Nissan কোম্পানি। কি এই গাড়ির নাম? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

যেই সস্তার গাড়ি সমন্ধে আপনাদের জানাচ্ছি তার নাম হল Nissan Magnite AMT। আকর্ষণীয় ডিজাইনের সাথে এই গাড়ি মার্কেটে লঞ্চ করেছে কোম্পানি। সস্তায় উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে এই গাড়ি বানিয়ে ভারতীয় মার্কেটকে নাড়িয়ে দিয়েছে Nissan। ২০২৩ সালের সেরা গাড়ি হিসাবে চর্চায় রয়েছে এই গাড়ি। এই গাড়ি ১ লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে উপলব্ধ যা ১০০hp শক্তি এবং ১৬০ Nm এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম। এই গাড়িতে ৫ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার আছে। ARAI অনুযায়ী এই গাড়ি ২০ Kmpl মাইলেজ দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িতে ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এতে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে অ্যাকসেস করা যায়। JBL স্পিকার, অ্যাপ-ভিত্তিক কন্ট্রোল সহ অ্যাম্বিয়েন্ট লাইটিং, ট্র্যাজেক্টরি নির্দেশিকা সহ রিয়ারভিউ ক্যামেরা গাড়িটির প্রিমিয়াম হওয়ার কারণ। এছাড়া নিরাপত্তার জন্য এই গাড়িতে ডুয়াল এয়ারব্যাগ, ABS, EBD, HSA ইত্যাদি প্রযুক্তি থাকবে। এই গাড়ির দাম মাত্র ৬.৪৯ লাখ টাকা। এত কম দামে ভারতীয় মার্কেটে কোনো অটোমেটিক SUV গাড়ি পাওয়া যায় না।

About Author