Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Manasvi: বোল্ড ফটোশুটে সোশ্যাল মিডিয়ার তাপমাত্রা বাড়ালেন মানস্বী, টেক্কা দিয়েছেন মন্দাকিনীকে

'বিগ বস ১৭'র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী মানস্বী মামগাই। ২০১০-এ মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাবও রয়েছে তার ঝুলিতে। তবে সম্প্রতি তিনি নিজের সাম্প্রতিক একটি সাহসী…

Avatar

‘বিগ বস ১৭’র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী মানস্বী মামগাই। ২০১০-এ মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাবও রয়েছে তার ঝুলিতে। তবে সম্প্রতি তিনি নিজের সাম্প্রতিক একটি সাহসী ফটোশুটের ঝলককে কেন্দ্র করেই উঠে এসেছেন চর্চায়। নজর কেড়েছেন নেটনাগরিকদের অধিকাংশের। পাশাপাশি নিজের অগণিত ভক্তদের মাঝে ছড়িয়েছেন উষ্ণতাও। তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই সেই সাহসী ফটোশুটের ঝলক মিলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোশ্যাল মিডিয়ার পাতায় মানস্বীর সক্রিয়তা নেহাত কম নয়। তিনি প্রায়ই নিজের একাধিক ঝলক নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নেন। তারাও যে অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন সেকথা তার ফলোয়ার্স সংখ্যায় নজর রাখলেই স্পষ্ট হবে। এই মুহূর্তে তার সাম্প্রতিক সাহসী ফটোশুটের ঝলক তাকে আরো বেশি পরিচিত করেছে তার ভক্তদের মাঝে। এনে দিয়েছে প্রশংসাও। উল্লেখ্য তার এই সাহসী ফটোশুটে রয়েছে একটু পুরনো দিনের আভাও, যা খুব স্বাভাবিকভাবেই নজর টেনেছে সকলের।

সাম্প্রতিক ফটোশুটে অভিনেত্রীকে লাল পাড় সাদা শাড়িতে কলসি হাতে সমুদ্র সৈকতে দেখা গিয়েছে। খোলা পিঠে মন্দাকিনীকেও টেক্কা দিয়েছেন অভিনেত্রী, মানছেন নেটজনতার অধিকাংশও। এই ফটোশুটে অংশ নিয়েছিলেন আরো দুজন। তারা হলেন মুক্তি আর দাস ও সাজ্জাদ খান। প্রত্যেকেরই লুক সেট করা হয়েছিল ৭০ ও ৮০ দশক অনুযায়ী। কখনো সমুদ্রে বসে, আবার কখনো কলসি করে সাজ্জাদ খানকে জল খাওয়াতে দেখা গিয়েছে। ভাগে ভাগে এই ফটোশুটের ছবি তৈরি করেছে একটি গল্পের, যা না দেখলে বিশ্বাস হবে না। যারা দেখছেন মুগ্ধ হচ্ছেন সকলেই। সেইসমস্ত প্রতিক্রিয়া রয়েছে কমেন্টবক্সে।

জনপ্রিয় চিত্রগ্রাহক তরুণ চৌহানের তোলা এই ছবিগুলি। ভাগে ভাগেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা হয়েছে এর ঝলক। এর আগেও তার তোলা একাধিক ছবি সাধারণের নজর কেড়েছে। আর সাম্প্রতিক এই ফটোশুট তার মধ্যে অন্যতম।

About Author