Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩৪ কিমি মাইলেজ সহ দুর্দান্ত ফির্চাস, মাত্র ১ লাখ টাকায় কিনুন মারুতির এই শক্তিশালী গাড়ি

যদি এই মুহূর্তে আপনি বাজারের সেরা একটি গাড়ি ক্রয় করতে চান, সেক্ষেত্রে বেছে নিতে পারেন মারুতি সুজুকির যেকোনো শক্তিশালী গাড়ি। কারণ, ভারতের বাজারে মারুতি সুজুকি তার শক্তি এবং অবিশ্বাস্য মাইলেজের…

Avatar

যদি এই মুহূর্তে আপনি বাজারের সেরা একটি গাড়ি ক্রয় করতে চান, সেক্ষেত্রে বেছে নিতে পারেন মারুতি সুজুকির যেকোনো শক্তিশালী গাড়ি। কারণ, ভারতের বাজারে মারুতি সুজুকি তার শক্তি এবং অবিশ্বাস্য মাইলেজের জন্য বেশ পরিচিত। শুধুমাত্র পেট্রোল কিংবা ডিজেল ইঞ্জিনের নয়, মারুতি সুজুকি তার গ্রাহকদের জন্য CNG লাইন-আপে একাধিক গাড়ি অফার করে। যা দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে গ্রাহকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, মারুতি CNG লাইনআপে তার গ্রাহকদের জন্য একাধিক মডেলের গাড়ি অফার করে।ওয়াগনআর, সেলেরিও, সুইফট, ডিজায়ার, অল্টোর মতো সিএনজি লাইনআপে অনেক গাড়ি রয়েছে। তবে এর মধ্যে ওয়াগনআর সবচেয়ে বেশি বিক্রি হয়। আজ্ঞে হ্যাঁ, WagonR CNG LXI এবং VXI নামে দুটি ভেরিয়েন্ট ভারতের বাজারে সর্বাধিক বিক্রি হওয়া দুটি CNG গাড়ি। যদি গাড়ি দুটির দামের কথা বলি, তবে এদের এক্স-শোরুম মূল্য যথাক্রমে ৬.৪৫ লক্ষ এবং ৬.৮৯ লক্ষ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে আপনি চাইলে ভারতের বাজারে অন্যতম সেরা এই CNG গাড়ি ক্রয় করতে পারবেন মাত্র ১ লাখ টাকায়। আজ্ঞে হ্যাঁ, মাসিক স্বল্প কিস্তিতে আজকেই ঘরে তুলতে পারবেন মারুতির সর্বাধিক বিক্রি হওয়া এই গাড়ি। Maruti Suzuki WagonR LXI CNG-এর দাম ৬.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যার অন-রোড মূল্য ৭,২৯,৩৮২ টাকা। যদি আপনি এই গাড়িটি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনাকে ১ লাখ টাকা ডাউন পেমেন্টের পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য মাসিক ১৩,০৬৫ টাকা কিস্তি প্রদান করতে হবে। অর্থাৎ, গাড়ির দামের চেয়ে আপনাকে প্রায় ১.৫৪ লাখ টাকা অতিরিক্ত সুদ দিতে হবে।

About Author