Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবিশ্বাস্যকর সিদ্ধান্ত নিল নাসা, এবার চাঁদে পাড়ি দেবে রোবট

চাঁদ, পৃথিবীর একমাত্র উপগ্রহ। গোটা বিশ্ববাসীর কাছে এক চ্যালেঞ্জ, কীভাবে চাঁদের সম্পূর্ণ অংশ ছবি তুলে পাঠাতে পারে কোনো মহাকাশ সংস্থা। গত জুলাই মাসে ভারত চন্দ্রায়ন-২ উৎক্ষেপন করেছিল শ্রীহরিকোটা থেকে। কিন্তু…

Avatar

চাঁদ, পৃথিবীর একমাত্র উপগ্রহ। গোটা বিশ্ববাসীর কাছে এক চ্যালেঞ্জ, কীভাবে চাঁদের সম্পূর্ণ অংশ ছবি তুলে পাঠাতে পারে কোনো মহাকাশ সংস্থা। গত জুলাই মাসে ভারত চন্দ্রায়ন-২ উৎক্ষেপন করেছিল শ্রীহরিকোটা থেকে। কিন্তু সেপ্টেম্বর মাসে চাঁদের দক্ষিন মেরুতে পৌছাতে না পেরে ল্যান্ডার বিক্রমের সাথে সংযোগ নষ্ট হয়ে যায় ইসরোর। এবার চাঁদে রোবট পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করল নাসা।

নাসা যা আমেরিকার এক মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশের অনেক জায়গায় নিজেদের মহাকাশযান পাঠালেও চাঁদে কোনোদিন মহাকাশযান পাঠায়নি নাসা। এবার চাঁদে রোবট পাঠাবে নাসা। ২০২৪ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে তারা। তার আগে ২০২২ সালে বিশেষ মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে এই মহাকাশ সংস্থাটি। চাঁদের দক্ষিন মেরু যেখানে মহাকাশযান পাঠাতে ব্যর্থ হয়েছে ইসরো সেখানেই রোবট পাঠানোয পরিকল্পনা গ্রহন করছে নাসা। চাঁদের দক্ষিন মেরুতে হাইড্রোজেন ও অক্সিজেনের অস্তিত্ব আছে কিনা এবং দক্ষিন মেরুর মাটি ও খনিজ পদার্থ আনার জন্যই চাঁদে রোবট পাঠাচ্ছে নাসা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author