দীর্ঘ কয়েক বছর পর অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুসংবাদ পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। পাশাপাশি মহার্ঘ ভাতা বৃদ্ধির আন্দোলন সফল হতে চলেছে কর্মচারীদের। বিভিন্ন সংবাদপত্রের প্রকাশিত তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, দীপাবলীর পূর্বে বকেয়া মহার্ঘ ভাতা এবং ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কর্মীদের গত ১২ মাসে AICPI-IW-এর গড় হল ৩৮২.৩২৷ সূত্র অনুযায়ী, মোট মহার্ঘ ভাতা হবে ৪৬.২৪ শতাংশ। বর্তমান মহার্ঘ ভাতার হার ৪২%। এমন পরিস্থিতিতে, ১লা জুলাই ২০২৩ থেকে DA-তে ৪৬.২৪%-৪২% = ৪.২৪% বৃদ্ধি পাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত ১৮ মাসের অমীমাংসিত DA নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ কাল অর্থাৎ ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত কেন্দ্রীয় সরকার DA বকেয়া টাকা পাঠায়নি কর্মচারীদের একাউন্টে। খুব শীঘ্রই এবার সেই বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে অনুমান করছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
এখানেই শেষ নয়, চলতি বছরের শেষ লগ্নে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রাপ্ত DA-র পরিমাণ বেশ কিছুটা বাড়াতে চলেছে সরকার। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২% DA পেয়ে থাকেন। এবার তার সাথে যুক্ত হতে চলেছে আরও ৪% DA। ফলে ২০২৪ সাল থেকে সর্বমোট ৪৬% DA পেতে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।