Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জলের দরে বাড়িতে নিয়ে আসুন HONDA SHINE 125, কম দামে ভালো মাইলেজে

ভারতে এমন অনেক অটো সংস্থা রয়েছে, যারা দুর্দান্ত বাইক চালু করে মানুষের হৃদয় ও মনে রাজত্ব করছে। সম্প্রতি সময়ে আপনি যদি বাইক কেনার কথা ভাবেন তাহলে মোটেও দেরি করবেন না,…

Avatar

ভারতে এমন অনেক অটো সংস্থা রয়েছে, যারা দুর্দান্ত বাইক চালু করে মানুষের হৃদয় ও মনে রাজত্ব করছে। সম্প্রতি সময়ে আপনি যদি বাইক কেনার কথা ভাবেন তাহলে মোটেও দেরি করবেন না, কারণ এ ধরনের সুযোগ বার বার আসে না। HONDA SHINE 125 আজকাল বাজারে ঝড় তুলছে, যার মাইলেজও খুব বেশি এবং দেখতেও ভালো। আপনি যদি এই বাইকটি না কিনে থাকেন, তাহলে আপনাকে আফসোস করতে হবে, কারণ এ ধরনের সুযোগ বার বার আসে না।

এছাড়াও আপনি এই বাইকটি কিনে একটি ফাইন্যান্স প্ল্যানের মাধ্যমে বাড়িতে নিয়ে আসতে পারেন। যার কিস্তিতে ঋণ পরিশোধের জন্য ব্যাংক আপনাকে সাহায্য করবে। আপনি যদি বাইকের বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। দেশের বড় বড় অটো কোম্পানিগুলোর মধ্যে গণ্য হোন্ডা শাইন খুব কম দামে কিনে ঘরে নিয়ে আসতে পারেন, কারণ এ ধরনের সুযোগ বারবার আসে না। আপনি হোন্ডা শাইন কিনতে এবং বাড়িতে আনতে পারেন মোট ৬১ হাজার ৫৫৭ টাকায়, যা কোনও সুবর্ণ সুযোগের চেয়ে কম হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

HONDA SHINE 125

এই বাইকের জন্য ব্যাঙ্ক থেকে ৬১,৫৫৭ টাকার ওপর ঋণ দেওয়া হচ্ছে। এই ঋণের ওপর ৯ দশমিক ৭ শতাংশ সুদ আদায় করবে ব্যাংক। অনলাইন ক্যালকুলেটর অনুসারে, আপনি মাত্র ৩৬,০০০ টাকা জমা দিয়ে বাইকটি কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন। এরপর আগামী তিন বছর অর্থাৎ ৩৬ মাসের জন্য ইএমআই দিতে হবে। আপনাকে ৩৬ মাসের জন্য মাসিক ১৯৭৮ টাকা ইএমআই দিতে হবে। আপনি যদি এই ইএমআইকে ত্রিশ দিনে ভাগ করেন তবে আপনাকে প্রতিদিন প্রায় ৬৬ টাকা সাশ্রয় করতে হবে।

About Author