Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিরাটকে সেঞ্চুরিতে সাহায্য করলেন আম্পায়ার, ভাইরাল হল আম্পায়ারের প্রতিক্রিয়া, দেখুন (VIDEO)

গতকাল বিশ্বকাপের ১৭তম ম্যাচে পুনের এমসিএ গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। যদিও ম্যাচ শুরু হওয়ার পূর্বে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল ফেসবুকে লড়াই। তবে সমস্ত সমালোচনার সমাপ্তি ঘটে বিরাট…

Avatar

গতকাল বিশ্বকাপের ১৭তম ম্যাচে পুনের এমসিএ গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। যদিও ম্যাচ শুরু হওয়ার পূর্বে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল ফেসবুকে লড়াই। তবে সমস্ত সমালোচনার সমাপ্তি ঘটে বিরাট কোহলির শতকের সাথে সাথে। গতকাল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম টাইগার। অধিনায়কের সিদ্ধান্ত মত প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করলেও মিডিল অর্ডারে চরমভাবে ফ্লপ প্রমাণিত হন বাংলাদেশি ক্রিকেটাররা।

প্রথমে ব্যাট করে লিটন কুমার দাসের ৬৬ রানের ইনিংসের উপর নির্ভর করে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করে। সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বিরাট কোহলির বিধ্বংসী ইনিংসের সুবাদে ৭ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। বাংলাদেশি বোলারদের সামনে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। এখানেই শেষ নয়, অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে ৪৮ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি কে এল রাহুলের ব্যাট থেকে আসে ৩৪ রানের অপরাজিত ইনিংস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে, ৮.৩ ওভার হাতে রেখে ম্যাচ জিতলেও বিরাট কোহলির শতক নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। তাদের মতে, বিরাট কোহলির সেঞ্চুরি পূরণ করতে সাহায্য করেছেন অন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলব্রো। তিনি ওয়াইট বলকে বৈধ ঘোষণা করার ফলেই বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের ৪৮তম ওডিআই সেঞ্চুরি করতে পেরেছেন।

বাংলাদেশি ক্রিকেট ভক্তরা দাবি তুলছেন, বিরাট কোহলির সেঞ্চুরিতে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন ম্যাচ আম্পায়ার। আমরা আপনাদের বলে রাখি, ৪২তম ওভারে জয়ের জন্য যখন ভারতের প্রয়োজন ২ রান তখন বিরাট কোহলি ব্যক্তিগত ৯৭ রানে ব্যাটিং করছিলেন। তখন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ প্রথম বলটি ওয়াইড করেন। যদিও সেই বলটিকে বৈধ ঘোষণা করেন ওয়ান ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলব্রো। এর পরের বল ডট বলে পরিণত হলেও ওভারের তৃতীয় বলটি শ্যূনে তুলে সীমানার বাইরে পাঠিয়ে দেন বিরাট কোহলি। যার পরিপ্রেক্ষিতে নিজের শত রানের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতিয়ে দেন বিরাট কোহলি।

About Author