Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইমার্জিং এশিয়া কাপ জিতল ভারতের মেয়েরা

মঙ্গলবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৪ রানে হারিয়ে ACC WOMEN'S EMERGING TEAMS ASIA CUP, SRI LANKA-2019 জিতলো ভারতের মেয়েরা। টসে জিতে প্রথমে ব্যাট…

Avatar

মঙ্গলবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৪ রানে হারিয়ে ACC WOMEN’S EMERGING TEAMS ASIA CUP, SRI LANKA-2019 জিতলো ভারতের মেয়েরা।

টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত‌। ৬৩ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সুন্দর প্রচেষ্টার জন্য ভারত শেষ পর্যন্ত ৫০ ওভারে ১৭৫ রান তুলতে পারে। বৃষ্টির জন্য ওভার কমে ৩৫ হয় এবং শ্রীলঙ্কার কাছে পরিবর্তিত টার্গেট হয় ১৪৯, ভারতের অধিনায়ক দেবিকা বৈদ্য ও তনুজা কানোয়ার চারটি করে উইকেট নিয়ে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শ্রীলঙ্কা ৩৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ তুলতে সমর্থ হয়। ভারতের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান করেন তনুশ্রী সরকার(৪৭) এবং সিমরন বাহাদুর(৩৪)। শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক রান করেন ক্যাপ্টেন হার্শিতা সামারাবিক্রমা(৩৯)।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:

  • ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে
  • ভারত: ১৭৫-৯(৫০ ওভার) তঃ সরকার-৪৭, সিঃ বাহাদুর-৩৪, কেঃ বেলিকন্ঠাগে ৩-২৭,
  • শ্রীলঙ্কা: ১৩৫ অল আউট(৩৪.৩ ওভার) হাঃ সামারাবিক্রমা-৩৯, দেঃ বৈদ্য ৪-২৯, তঃ কানোয়ার ৪-১৫
  • ভারত ১৪ রানে জয়ী(ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে)
About Author