দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। আর কদিন পরেই আগমনী সুরে মেতে উঠবে সকলে। আর এই পূজার মরসুমেই সরকার ক্ষুদ্র প্রকল্পের ক্ষেত্রে এফডির সুদের পরিমাণ বাড়াতে চলেছে। পূজার আগে এটি যে বড় সুখবর গ্রাহকদের জন্য, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষায় রাখছে না। এই মুহূর্তে সরকারের সুদ বৃদ্ধি প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হবে।
পোস্ট অফিসের সুদের হার-
এফডির মেয়াদের উপর নির্ভর করেই সুদের হার নির্ধারণ করা হয়। এক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭.৫ শতাংশ। অন্যদিকে পোস্ট অফিসে ১ বছরের টিডিতে সুদের হার ৬.৯ শতাংশ। দুই ও তিন বছরে পোস্ট অফিসের টিডিতে সুদের হার ৭ শতাংশ। আর ৫ বছরের টিডিতে সর্বোচ্চ সুদের হার থাকবে ৭.৫ শতাংশ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার-
এই ধরনের প্রকল্পের ক্ষেত্রে সুদের হার ৪ শতাংশ। এক্ষেত্রে পোস্ট অফিস ১ বছরের এফডিতে ৬.৯ শতাংশ হারে সুদ দেয়। দুই ও তিন বছরের এফডিতে সুদের পরিমাণ ৭ শতাংশ। ৫ বছরের এফডিতে মোট সুদের পরিমাণ ৭.৫ শতাংশ। পাশাপাশি ৫ বছরের আরডিতে সুদের পরিমাণ ৬.৫ শতাংশ।
কোন ব্যাঙ্কের এফডিতে কত সুদ মিলবে?
১) এইচডিএফসিতে স্থায়ী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭.৭৫ শতাংশ।
২) এসবিআইতে স্থায়ী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭.৫০ শতাংশ।
৩) পিএনবির স্থায়ী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭.৭৫ শতাংশ।
৪) আইসিআইসিআই ব্যাঙ্কে স্থায়ী আমানতের সর্বোচ্চ সুদের হার ৭.৬০ শতাংশ।
উল্লেখ্য, সরকার এই ক্ষুদ্র প্রকল্পের ক্ষেত্রে খুব শীঘ্রই ৪-৮.২ শতাংশ সুদের হার বৃদ্ধি করতে চলেছে।