সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে শুরুতেই একটি সাদা রঙের মেঝেতে শুয়ে থাকতে দেখা গিয়েছে। কলা খেতে খেতেই ক্যামেরার দিকে তাকিয়ে দিয়েছিলেন পোজ। তবে এই ঝলকে তার পোশাক দেখে অধিকাংশের রীতিমতো মাথা ঘুরে গিয়েছে। কলা খেয়ে এ কি করেছেন তিনি? খাওয়া কলাগুলোর খোসা দিয়েই নিজের গোপনাঙ্গ ঢেকেছেন উরফি। সোজা ভাষায় বলতে গেলে এই খোসা দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের সাম্প্রতিক পোশাক। এমনটা যে কেউ কখনও করতে পারে! তা ভাবনারও বাইরে বেশিরভাগের। এদিন বাঁধা চুলে, হালকা মেকাপে, নীল জিন্স পরেছিলেন অভিনেত্রী।অভিনেত্রী নিজেই নিজের এই ঝলক খুব সম্প্রতি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নজরে আসার পর থেকেই একাংশ কু-মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। অবশ্য এই ধরনের বিষয় খুব একটা বিচলিত করে না অভিনেত্রীকে। বলাই বাহুল্য, অভিনেত্রী এই ধরনের বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ। সবমিলিয়ে অভিনেত্রীর এই লুক আবারো মিডিয়ার পাতায় চর্চায় নিয়ে এসেছে তাকে।View this post on Instagram
কলা খেয়ে গায়ে খোসা আটকে দিলেন, তারপর এমন কিছু করলেন, উরফির নতুন লুক আলোড়ন সৃষ্টি করেছে
বিগ বস ওটিটি-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন