এই ঝলকে অভিনেত্রীকে একটি সবুজ রঙের ট্রাকসুটে দেখা গিয়েছিল। নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গিয়েছিলেন তিনি। চুলে ক্ল্যাচার লাগিয়ে লাল টুপি পরেছিলেন মালাইকা। পায়ে সাদা স্নিকার্সও পরেছিলেন তিনি। পাপারাজিৎদের ক্যামেরার দিক তাকিয়ে হাত নেড়েও দিয়েছিলেন অভিনেত্রী। এই ঝলক দেখে অধিকাংশের মনে হয়েছে তিনি হয়তো সাময়িক সময়ের জন্য হলেও উপস মোমেন্টের শিকার হয়েছিলেন। তার এদিনের এই পোশাক ছিল বেশ কিছুটা স্বচ্ছ, যার কারণবশত তার ভিতরের অন্তর্বাস দৃশ্যমান ছিল বেশ কিছুটা। অবশ্য এই বিষয়টি নজর এড়ায়নি নেটনাগরিকদের অধিকাংশের। সব মিলিয়ে বলাই বাহুল্য মালাইকা আবারও নিজের এই ঝলকের সূত্র ধরে মিডিয়ার পাতায় চর্চার আলো কেড়েছেন।
গাড়িতে উঠতে গিয়েই উপস্ মোমেন্টের শিকার অর্জুন প্রেমিকা Maliaka, এমন ভিডিও ভাইরাল হয়েছে
মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট…

আরও পড়ুন