নবরাত্রি উপলক্ষে অ্যামাজনে একটি দারুণ সেলের আয়োজন করা হচ্ছে। অ্যামাজনের অফিশিয়াল সাইট থেকে জানা গেছে, ফেস্টিভ্যাল স্মার্টফোন ডিলের আওতায় খুব কম দামে জনপ্রিয় এই ফোনটি ঘরে আনা যাবে। এই সেলে খুব কম দামে কেনা যাবে জনপ্রিয় ব্র্যান্ডের ফোন। এখানে আমরা Lava Agni 2 5 জি সম্পর্কে কথা বলছি যা বেশ অল্প সময়ের জন্য কম দামে কেনার সুযোগ আসতে চলেছে। লাভা অগ্নি ২ ৫জি অ্যামাজন থেকে ২৫,৯৯৯ টাকার পরিবর্তে ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে। এর সঙ্গে যুক্ত রয়েছে একটি ব্যাংক অফার। ফোনটি কিনলে ১ বছরের ফোন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে।
লাভা অগ্নি ২-এ রয়েছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড স্ক্রিন। এর রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং কালার ডেপথ ১.০৭ বি। এর স্ক্রিন এইচডিআর, এইচডিআর ১০ এবং এইচডিআর ১০+ সাপোর্ট করে। লাভার এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৮ জিবি RAM, ২৫৬ জিবি স্টোরেজ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এ কাজ করে। ক্যামেরা হিসেবে লাভা অগ্নি ২-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্স ১.০ মাইক্রোন পিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য ফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ারের জন্য লাভা অগ্নি ২ ফোনে রয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে আসে।
কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, ডুয়াল সিম এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার। এ ছাড়া ফোনটিতে ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিও পাওয়া যায়, যাতে ফোন গরম হওয়ার কোনো সমস্যা না হয়।