Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১৬ হাজার টাকায় কিনে ফেলুন HONDA ACTIVA, সস্তায় পেয়ে যান দারুণ মাইলেজ

আজকের দিনে মানুষজন বাইক এবং গাড়ির পরিবর্তে স্কুটার কিনতে বেশি পছন্দ করছেন। কোটা কিন্তু আপনার বেশি অর্থের প্রয়োজন হয় না এবং তার পাশাপাশি আপনি কম পেট্রোল খরচ করে অনেকদূর যেতে…

Avatar

আজকের দিনে মানুষজন বাইক এবং গাড়ির পরিবর্তে স্কুটার কিনতে বেশি পছন্দ করছেন। কোটা কিন্তু আপনার বেশি অর্থের প্রয়োজন হয় না এবং তার পাশাপাশি আপনি কম পেট্রোল খরচ করে অনেকদূর যেতে পারেন। এই সমস্ত গাড়ির মাইলেজ অনেক বেশি হয়। আপনি যদি একটি বিলাসবহুল গাড়ি কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তা কোন সুবর্ণ সুযোগের থেকে কম নয়। কিন্তু আপনার কাছে যদি বাজেট কম থাকে তাহলে স্কুটার আপনার জন্য সবথেকে ভালো অপশন। স্কুটারের মাইলেজ এবং বৈশিষ্ট্য ভালো হয় যা অন্য সমস্ত গাড়ি থেকে আলাদা। আপনি যদি সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনতে পছন্দ করেন তাহলে আপনার জন্য আমরা নিয়ে এসেছি এমন কিছু সেকেন্ড হ্যান্ড স্কুটার, যা আপনি খুব কম খরচের মধ্যে কিনতে পারেন।

দেশের সবথেকে বড় অটোমোবাইল কোম্পানি হন্ডা তাদের ACTIVA স্কুটারের জন্য সারা ভারতে বেশ জনপ্রিয়। এই স্কুটার কিনতে হলে আপনাকে আপনাকে অনেক খরচ করতে হয়। কিন্তু এখন আপনি ৭০ থেকে ৭৫ হাজার টাকায় এই স্কুটার কিনতে পারবেন। ১ লিটারে ৫৫ থেকে ৬০ কিঃমিঃ পর্যন্ত মাইলেজ দেবে এই স্কুটার। এছাড়া আপনার বাজেট যদি বিঘ্নিত হয় তাহলেও আপনার কাছে রয়েছে বেশ কিছু সুযোগ। আপনি যদি সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে চান, তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন সুযোগ। চলুন দেখে নেওয়া যাক আপনি কোন কোন স্কুটার কিনতে পারবেন সহজে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হোন্ডা কোম্পানির অ্যাক্টিভা স্কুটারটি এই মুহূর্তে কুইকার ওয়েবসাইটে বিক্রয়ের জন্য লিস্ট করা হয়েছে। আপনি মোট ১৬ হাজার টাকায় এই স্কুটার কিনতে পারবেন। এখানে কোন ধরনের ফিনান্স প্ল্যান আপনি পাবেন না। এজন্য আপনাকে কিন্তু পুরো টাকা একসাথে জমা করতে হবে। আপনি যদি এই ওয়েবসাইটে এই সেকেন্ড হ্যান্ড স্কুটার কেনেন তাহলে আপনি খুব সস্তায় এই স্কুটার বাড়িতে নিয়ে আসতে পারবেন।

About Author