Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুর্গা পুজোতে ৭ জেলায় ভারী বৃষ্টি? কেমন থাকতে চলেছে দুর্গাপূজার চার দিনের আবহাওয়া

দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বাংলা তথা বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। আর এই দুর্গা পূজার আনন্দ অনেকটাই নির্ভর করে পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে। কোন কোন…

Avatar

দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বাংলা তথা বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। আর এই দুর্গা পূজার আনন্দ অনেকটাই নির্ভর করে পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে। কোন কোন বার দুর্গা পুজোতে বৃষ্টি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আবার অনেক সময় আবহাওয়া থেকেছে ভালো। দূর্গা পূজার চার দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবারে তাই নিয়ে একটা বড় আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এ ব্যাপারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া অন্যরকম থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

প্রথমে যদি আমরা উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলি, তাহলে জানিয়ে রাখি ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর অর্থাৎ পরবর্তী মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলার কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টি হবার সম্ভাবনা নেই। মূলত শুকনো আবহাওয়াই থাকবে। ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর অর্থাৎ শনিবার সপ্তমী থেকে মঙ্গলবার দশমী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবারে আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর অর্থাৎ পরবর্তী মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ২১ অক্টোবর এবং ২২শে অক্টোবর অর্থাৎ পরবর্তী শনিবার এবং রবিবার অর্থাৎ সপ্তমী এবং অষ্টমীতে জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে। ২৩ অক্টোবর এবং ২৪ অক্টোবর অর্থাৎ পরবর্তী সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ নবমী এবং দশমীতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই একই সময়ে বাকি জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং আকাশ অংশত মেঘলা থাকবে। তবে পুজোতে সাতটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে.

About Author