আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বিশ্বকাপে জোড়া জয় দিয়ে সফলভাবে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। যেখানে ইতিমধ্যে বিরাট কোহলির ব্যাট থেকে ৮৫ এবং অপরাজিত ৫৫ রানের ইনিংস এসেছে। ফলে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, চলতি বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটিংয়ের ওপর নির্ভর করে ভালো কিছু করবে টিম ইন্ডিয়া।Joy to watch these 2. Virat is in ominous form , whether 2/3 or 150/1, he is always standing tall and am sure this is going to be a memorable World Cup for him. Rohit in full flow is always a delight to watch. Rohit Virat Bumrah , 3 of the most experienced guys having a v good… pic.twitter.com/BTepihu2sV
— Virender Sehwag (@virendersehwag) October 11, 2023
‘এই বিশ্বকাপ কোহলির জন্য স্মরণীয় হতে চলেছে’, ভবিষ্যৎবাণী করলেন বীরেন্দ্র শেওয়াগ
আজ ২২ গজের মহারণে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পূর্বে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। পাকিস্তান ম্যাচের আগেই তিনি সরাসরি…

আরও পড়ুন