রেলওয়ে যাত্রী সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কিত একটি নতুন নিয়ম প্রবর্তিত হয়েছে। থিংকলাইন সার্ভারে চলমান PRS সিস্টেমটি এবারে ওয়েব সার্ভার এর সাথে সংযুক্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই সিস্টেম চালু হওয়ার পরে গতি আরো বৃদ্ধি পেয়ে যাবে। জানিয়ে রাখি সেন্টার ফর রিজার্ভেশন এন্ড ইনফরমেশন সিস্টেমের সফটওয়্যারে সিস্টেম আপডেট করা হয়েছে। এরপরে চার্টিং করার আগে খালি সিটে আপনি নিশ্চিত টিকিট বুক করতে পারবেন এবং এই কাজটি করতে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন। বর্তমানে চার্ট প্রস্তুত করার আগে এই সিস্টেমটি একটি অপেক্ষমান তালিকায় আপনি দেখতে পান।
এই বড় পরিবর্তনের পরে ট্রেনে ভ্রমণের সময় যদি কোন ব্যক্তি অন্য স্টেশনে বা তার নির্ধারিত স্টেশনের আগে মাঝপথে কোথাও নেমে পড়ে এবং তার সিট খালি হয়ে যায় তাহলে এই সিস্টেমের অধীনে অন্য একজনকে এই সিট বরাদ্দ করা হবে। যখন কোন মানুষের টিকিট অপেক্ষমান তালিকায় থাকে তখন মানুষ ভ্রমনে দ্বিধাবোধ করেন। সেই কারণে যাতে তারা টিকিট না পাওয়ার জন্য হন্যে হয়ে না ঘুরেন, তার জন্যই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমনে করুন আপনি বুঝতে পেরেছেন একজন ব্যক্তি বৈশালী এক্সপ্রেস ধরে গোরখপুর থেকে হাজিপুর যাবার জন্য টিকিট বুক করেছেন। কিন্তু তিনি ওয়েটিং টিকিট পেয়েছেন। কিন্তু প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ সময়ে এই ট্রেন গোরখপুর স্টেশন পৌঁছায় এবং সেই সমস্ত সিট খালি থেকে যায়। কিন্তু তবুও ওই ব্যক্তি যিনি ওয়েটিং লিস্টে রয়েছেন তিনি টিকিট পান না। সেই কারণেই এই নতুন সিস্টেম চালু করা হচ্ছে, যাতে কোন ব্যক্তি নিশ্চিত টিকিট পেতে পারেন। এই সিস্টেম আপডেট হয়ে গেলে, যাদের ওয়েটিং লিস্টের টিকিট রয়েছে তারা অনেক সুবিধা পাবেন।