বিগত কয়েক বছর ধরে ভারতের সাধারণ মানুষের জন্য প্যান কার্ড অতি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রে প্যান কার্ডের গুরুত্ব বেড়েছে রীতিমতো চোখে পড়ার মতো। তবে সর্বক্ষেত্রে প্যান কার্ডের ব্যবহার না হলেও ব্যাংকিং সেক্টরে এটি ছাড়া কোন রকম সুবিধা গ্রহণ করতে পারবেন না আপনি। নতুন অ্যাকাউন্ট খোলা করা থেকে শুরু করে টাকা জমা দেওয়া কিংবা টাকা তোলার ক্ষেত্রে অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে প্যান কার্ড। এছাড়া আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে PF একাউন্টের জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই কড়া নিয়মে ছাড় দিতে চলেছে ভারতের অর্থ মন্ত্রণালয়। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, সরকারি এই সিদ্ধান্তে কারা উপকৃত হবেন। কারা প্যান কার্ড ছাড়াই সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে বিভিন্ন সংস্থায় দাবি করা হচ্ছে, এই ছাড়টি বিদেশী কোম্পানি, এনআরআই এবং অন্যান্য অনাবাসীদের জন্য IFSC অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলতে খুব সহজ করে তুলবে। চলুন, আজকের নিবন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক –
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারত সরকার এবার থেকে প্রবাসী এবং বিদেশি সংস্থার জন্য এই বড় নিয়ম চালু করতে চলেছে। অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, যে সকল ব্যক্তিরা প্রবাসে জীবনযাপন করছেন, তাদের IFSC GIFT City-এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে PAN কার্ডের প্রয়োজন হবে না। তাছাড়া, বিদেশি কোম্পানিগুলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে এই সুবিধা গ্রহণ করতে হলে তাদের একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে। আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রে (IFSC) একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছে এমন প্রবাসী বা বিদেশী সংস্থাকে ফর্ম-৬০-এর অধীনে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে।