Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রোডটেস্টে ক্যামেরায় ধরা পড়লো Tata Curvv, লঞ্চের আগেই ব্যাপক জনপ্রিয়তা পেল ভারতীয়দের মধ্যে

বর্তমান দিনে ভারতীয় গ্রাহকদের প্রথম পছন্দ হল SUV গাড়ি। তাই সমস্ত অটোমেকার সংস্থা ভারতীয় মার্কেটে একের পর এক SUV লঞ্চ করছে। এই দৌড়ে অনেকটাই এগিয়ে দেশীয় কোম্পানি Tata Motors। চলতি…

Avatar

বর্তমান দিনে ভারতীয় গ্রাহকদের প্রথম পছন্দ হল SUV গাড়ি। তাই সমস্ত অটোমেকার সংস্থা ভারতীয় মার্কেটে একের পর এক SUV লঞ্চ করছে। এই দৌড়ে অনেকটাই এগিয়ে দেশীয় কোম্পানি Tata Motors। চলতি বছরে অত্যাধুনিক ফিচারসহ বেশ কিছু SUV লঞ্চ করেছে কোম্পানি। এই তালিকায় রয়েছে Nexon, Harrier এবং Safari-এর ফেসলিফট ভার্সন। তাদের SUV সেগমেন্টকে আরোও সমৃদ্ধ করতে কোম্পানি লঞ্চ করতে চলেছে Curvv। এই বছরের শুরুর দিকে অটো এক্সপোতে প্রদর্শন করা হয়েছে, Tata Curvv coupe-SUV-কে। তবে এই গাড়ি কবে লঞ্চ হবে সেই সমন্ধে কিছু জানানো হয়নি। তবে বছর গড়ানোর আগেই এই গাড়িকে রোডটেস্ট করতে দেখা গেল।

কিছুদিন আগেই Tata Curvv coupe গাড়ির একটি টেস্টিং ভেহিকেল পার্কিং লটে দেখা গিয়েছিল। সেই ছবি সোশাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই দ্বিতীয়বারের জন্য এই গাড়িকে রাস্তায় দেখা গেল। এই গাড়ির ডিজাইন বেশ অনন্য। Coupe লুক দেওয়ার জন্য এতে পিছনের প্রোফাইলটি বেশ ঢালু ও উইন্ড স্কিনের উপর অতিরিক্ত মোড়ানো। এতে আজকালকার গাড়ির মত কানেকটেড ডিআরএল হেডলাইট আছে। Curvv-এ LED প্রজেক্টর সহ স্প্লিট হেডল্যাম্প অ্যাসেম্বলি থাকবে৷ এর বৈদ্যুতিক সংস্করণে, Curvv-এ একটি ফাঁকা-অফ গ্রিল থাকবে, নতুন Nexon EV-এর মতো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পারফরম্যান্সের কথা বলতে গেলে এই গাড়িতে আশা করা হচ্ছে নেক্সনের ১.২ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন দেওয়া হবে। আর ইলেকট্রিকের কথা বলতে গেলে এতে Nexon সিরিজের লং রেঞ্জ ব্যাটারি ও মোটর সেটআপ থাকবে। ফিচারের কথা বললে এতে ১০.২৫ ইঞ্চি ফুল TFT ইন্সট্রুমেন্ট কনসোল, একটি ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। এই গাড়িটি আশা করা যাচ্ছে ২০২৪ সালের প্রথমের দিকে লঞ্চ করবে।

About Author