Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

43 ইঞ্চির 4K স্মার্ট টিভি কিনুন মাত্র 11,249 টাকায়, ধামাকা অফার দিচ্ছে Flipkart-Amazon

বাঙালির সবচেয়ে বড় উৎসব তথা দুর্গাপুজো উপলক্ষে এই মুহূর্তে ফ্লিপকার্টে 'বিগ বিলিয়ন ডে সেল' এবং অ্যামাজনে 'গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল' অফার চলছে। যদি এই মুহূর্তে আপনি একটি দুর্দান্ত স্মার্ট টিভি ক্রয়…

Avatar

বাঙালির সবচেয়ে বড় উৎসব তথা দুর্গাপুজো উপলক্ষে এই মুহূর্তে ফ্লিপকার্টে ‘বিগ বিলিয়ন ডে সেল’ এবং অ্যামাজনে ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’ অফার চলছে। যদি এই মুহূর্তে আপনি একটি দুর্দান্ত স্মার্ট টিভি ক্রয় করতে চান, তাহলে আপনিও গ্রহণ করতে পারেন Flipkart, Amazon-এর ধামাকা অফার। কারণ, এই মুহূর্তে অনলাইন শপিং সেন্টার তথা Flipkart-Amazon এ চলছে ডিসকাউন্টের উৎসব। যেখান থেকে আপনি 43 ইঞ্চির 4K স্মার্ট টিভি ক্রয় করতে পারবেন মাত্র 11,249 টাকায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

1. iFFALCON 108cm TV: দুর্দান্ত এই স্মার্ট টিভির বিক্রয় মূল্য 49,990 টাকা হলেও বর্তমানে ডিসকাউন্টের সাথে 17,999 টাকায় বিক্রি হচ্ছে বাজারের সেরা এই স্মার্ট টিভি। যা আপনি Flipkart অথবা Amazon থেকে খুব সহজে ক্রয় করতে পারবেন। শুধু তাই নয়, এই স্মার্ট টিভির উপর আপনি 5,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন। পাশাপাশি, ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে আপনি 1750 টাকা পর্যন্ত ছাড় পাবেন। অর্থাৎ সবগুলো অফার গ্রহণ করে আপনি মাত্র 11,249 টাকায় বাজারের সেরা স্মার্ট টিভিটি ক্রয় করতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

2. Thomson 9R PRO: 4K স্মার্ট টিভির জগতে অন্যতম এই সংস্থাটিও চলতি উৎসবে গ্রাহকদের জন্য একাধিক ডিসকাউন্ট নিয়ে এসেছে। Thomson 9R PRO স্মার্ট টিভির বিক্রয় মূল্য 33,999 টাকা নির্ধারণ করা হলেও Flipkart এবং Amazon-এ আপনি বিশেষ ডিসকাউন্টের সাথে ক্রয় করতে পারবেন। এই মুহূর্তে Thomson 9R PRO স্মার্ট টিভি ফ্লিপকার্টে মাত্র 18,999 টাকায় বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, দুর্দান্ত এই 4K স্মার্ট টিভির ওপর আপনি 1750 টাকা পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট পাবেন। এছাড়া, সর্বোচ্চ 5,000 টাকার এক্সচেঞ্জ বোনাসও পাবেন Thomson 9R PRO 4K স্মার্ট টিভি ক্রয় করার ক্ষেত্রে।

About Author