উল্লেখ্য, হলুদ বোর্ড গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রীসভার বৈঠকে। এই বোর্ডের সূত্র ধরে হলুদজাত পণ্যের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। এক্ষেত্রে রপ্তানির জন্য ৮৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এই সরকারি মন্ত্রীসভার বৈঠকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ এবং লক্ষদ্বীপের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ভাড়াটিয়া নিয়ন্ত্রণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বৈঠকে। পাশাপাশি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা জল বিরোধ ট্রাইব্যুনাল ২ (KWDT-II)-এর জন্যও একাধিক শর্তাবলী তোলা হয়েছে। কৃষ্ণা নদীর জলের ব্যবহার, বন্টন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত এই প্রস্তাব উভয় রাজ্যের উন্নয়নের জন্যই নতুন পথ খুলে দেবে ভবিষ্যতে।উদ্দেশ্য- গরিব ঘরের মেয়েদের জীবন ধুঁয়া মুক্ত করতে এই প্রকল্প শুরু করা হয়েছিল। অপরিষ্কার জ্বালানি থেকে দূরে রাখতেই এই প্রকল্প শুরু করেছিল মোদী সরকার। গ্যাসের ব্যবহার যে মেয়েদের ও শিশুদের স্বাস্থ্যের পক্ষে ও যথেষ্ট ভালো তা বলাই বাহুল্য।যোজনার সুবিধাভোগীরা- ১) এসইসিসি ২০১১-র অধীনে থাকা সকল ব্যক্তি। ২) সমস্ত গ্রামীণ আবাস যোজনার এসসি ও এসটি পরিবারের লোকেরা। ৩) দারিদ্র সীমার নীচের সমস্ত মানুষরা। ৪) অনগ্রসর শ্রেণীর লোকজন। ৫) চা বাগানের উপজাতিরা ৬) দ্বীপে বসবাসকারী মানুষ।সুবিধা- ১) দেশের সমস্ত দারিদ্র্যসীমার নীচে থাকা ব্যক্তিদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়ে থাকে। ২) এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত ১৮ বছরের ঊর্ধ্ব মহিলাদের ২০২৩ সালে বিনামূল্যে গ্যাস সরবরাহ করা হবে। ৩) এই প্রকল্পের সূত্র ধরে মহিলাদের রান্না করা আরো অনেক বেশি সুবিধা হয়ে যাবে। ৪) এই প্রকল্পের লক্ষ্য ৪ কোটি গরীব ঘরে এই গ্যাসের সংযোজন দেওয়া। ৫) যারা এই প্রকল্পের আবেদনকারী তাদের আবশ্যিকভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরী।প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে একটি ফর্ম বার করে নিতে হবে তারপরে সেই ফর্ম নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নিয়ে নিকটতম গ্যাস এজেন্সিতে গিয়ে সেই ফর্ম জমা দিয়ে আসতে হবে। সেটি জমা দেওয়ার ১৫ দিনের মধ্যেই বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া হবে।देश की करोड़ों माताओं-बहनों को आज आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी की ओर से बड़ी सौग़ात दी गई है।
— Anurag Thakur (@ianuragthakur) October 4, 2023
हाल ही में रक्षा बंधन के अवसर गैस सिलेण्डर के दामों में कटौती की गई थी। ₹200 की छूट के साथ रसोई गैस के सिलेंडर की कीमत 1100 से कम होकर 900 रह गई थी। उज्जवला योजना के… pic.twitter.com/q0tjDW4cUB
পুজোর আগেই ভর্তুকি বারিয়েছে কেন্দ্রীয় সরকার, ২০০-র পরিবর্তে এবার মিলবে ৩০০ – Ujjwala Gas
বর্তমানে এমন অনেক বাড়ি রয়েছে যেখানে এখনো পর্যন্ত গ্যাস পৌঁছায়নি। তাদের কথা মাথায় রেখেই ২০১৬'র ১'লা মে মোদী সরকার উজ্জ্বলা প্রকল্প শুরু করেছিল। এটি কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

আরও পড়ুন