সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে নিজের ঘরে থেকেই ক্যামেরার সামনে সাহসী পোজ দিতে দেখা গিয়েছে। এদিন সোফিয়া আনসারি কালো ব্রালেট ও কালো শর্টসেই হাজির হয়েছিলেন সকলের সামনে। অগোছালো লুকে এদিন তিনি শোঅফ করেছিলেন নিজের টোনড বডিও। আপনার চোখে-মুখে ছিল আবেদনের স্পষ্ট ছাপ। এই মুহূর্তে অভিনেত্রী নিজের এই লুকের একাধিক ঝলক শেয়ার করে নিয়েই উষ্ণতা ছড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। ঘুম উড়িয়েছেন নেটনাগরিকদেরও।তার এই ঝলক দেখে একাধিকজন একাধিক রকমের মন্তব্য করেছেন অভিনেত্রীর উদ্দেশ্যে। কেউ সরাসরি তার প্রেমিক হতে চেয়েছেন। আবার কেউ প্রশংসা করেছেন অভিনেত্রীর। কেউ আবার কটাক্ষজনক মন্তব্যের তীরে বিদ্ধ করেছেন অভিনেত্রীকে। তবে কোন কিছুতেই কোন প্রতিক্রিয়া দেননি তিনি।
কালো ব্র্যালেট ইন্টারনেটে পারদ চড়াল Sofia Ansari, ছবি দেখলে চোখ সরাতে পারবেন না
সোফিয়া আনসারি সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয় নেটনাগরিকদের মাঝে। তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবেই ব্যক্ত করেন। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, তিনি একাধারে মডেল ও অভিনেত্রীও। নেটদুনিয়ায় তার…

আরও পড়ুন