Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক নজরে দেখে নিন বারাসাত এর প্রসিদ্ধ পুজোগুলির থিম ও বিশেষ আকর্ষণ

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: সামনেই কালীপূজা আর কালীপূজা মানেই বারাসাত। কারণ, জমজমাট চোখ ধাঁধানো থিমে বারাসাত মানুষের মনে একটা আলাদা জাইগা করে নিয়েছে। দোরগোড়ায় এসে গেছে কালীপূজা। মাতৃ আরাধনার সাথে…

Avatar

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: সামনেই কালীপূজা আর কালীপূজা মানেই বারাসাত। কারণ, জমজমাট চোখ ধাঁধানো থিমে বারাসাত মানুষের মনে একটা আলাদা জাইগা করে নিয়েছে। দোরগোড়ায় এসে গেছে কালীপূজা। মাতৃ আরাধনার সাথে পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শন তো রয়ছে। আর গন্তব্য যদি হয় বারাসাত তাহলে আজকের প্রতিবেদন আপনারই জন্য।

প্রতিবারের মত এবারও চোখ ধাঁধানো থিমে বারাসাত মানুষের মনে দাগ কাটবে সে ব্যাপারে সন্দেহ নাই! এবার বারাসাতের নবোপল্লী এসোসিয়েশন গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। আরেকটি নামজাদা পুজো কমিটি আমরা সবাই ক্লাবের তরফ থেকে এবার কালীপূজাতে ‘ মায়ানমারের স্বর্ণ মন্দির’ করা হয়েছে। ৫৩ বর্ষে পদার্পণকারি বারাসাত সন্ধানী ক্লাব এবার অবহেলিত শিশুদের শৈশব নিয়ে থিম ‘ এখনও আধারে’। বারাসাত মৎস্য আরত সমিতির এবারের কালীপূজায় অন্যতম আকর্ষণ এর কেন্দ্রবিন্দু হচ্ছে ৯৯ কেজি রুপোর গয়না দিয়ে তৈরি মাতৃমূর্তি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বারাসাত ইয়ং স্টার অ্যাসোসিয়েশন এর পুজো এবার ৪৮ তম বর্ষ পদার্পণ করলো। তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে অজন্তার ধাঁচে ১২ ফুট উচ্চতার সবুজ শ্যামামূর্তি। আগুয়ান সংঘ এবার ৪৮ তম বর্ষ কেরলের সবোরিমালা মন্দির এর আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে।

সংহতি ক্লাব ৭১ তম বর্ষ বিদ্যাসাগর এর বাড়ির আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে ও প্রতিমা দক্ষিণেশ্বর এর কালিমূর্তির আদলে তৈরি করা হবে। বারাসাত জাগৃতি সংঘ এবার তিতুমীরের বাঁশের কেল্লা এর আদলে মণ্ডপ তৈরি করছে।

বারাসাত বিদ্রোহী ক্লাবের থিম এবার হিন্দু ধর্ম এক ও অভিন্ন’। শিব মন্দির এর আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপ। এছাড়াও আরো অনেক কারুকার্য দেখতে পাওয়া যাবে। এছাড়া ন পাড়া ওয়েলফেয়ার কমিটি, শতদল সংঘ ইত্যাদি ক্লাবে দুর্দান্ত মণ্ডপ সজ্জা ও প্রতিমা দেখা যাবে বলে সূত্রে খবর।

About Author