Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৭ জোড়া ট্রেন বাতিল, রাজধানী এক্সপ্রেসের রুট পরিবর্তন, পুজোর মরশুমে এবারে বিশাল সমস্যায় পড়বেন সাধারণ মানুষ – INDIAN RAILWAYS

বারানসি থেকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ইয়ার্ড রিমডেলিং এর জন্য ট্রেন পরিচালনার উপরে একটা বিশাল বড় পরিবর্তন এসেছে। ভারতীয় রেলের তরফ থেকে বেশ কয়েক দিনে বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া…

Avatar

বারানসি থেকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ইয়ার্ড রিমডেলিং এর জন্য ট্রেন পরিচালনার উপরে একটা বিশাল বড় পরিবর্তন এসেছে। ভারতীয় রেলের তরফ থেকে বেশ কয়েক দিনে বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী এক্সপ্রেস, বুন্দেলখন্ড এক্সপ্রেস এবং কামাওনি এক্সপ্রেস এর মত বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। উত্তর প্রদেশ রেলের বারানসি স্টেশনের নির্দেশক গৌরব দীক্ষিত বলেছেন, ট্রেন ক্যানসেল হয়ে যাবার ফলে এবং রুট পরিবর্তন হয়ে যাবার ফলে রেল যাত্রীদের কিছুটা সমস্যা হতে পারে। তবে এর আগেই উত্তর রেলওয়ে তরফ থেকে যাত্রীদের এই ব্যাপারে সূচনা দেওয়া হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং কোন কোন ট্রেনের রুট পরিবর্তিত হয়েছে।

উত্তর রেলের অধি সূচনা অনুসারে, কলকাতা-অমৃতসর দূর্গিয়ানা এক্সপ্রেস তিন থেকে ১৬ অক্টোবর অবধি বাতিল করে দেওয়া হয়েছে। হাওড়া – বিকানের সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস ২ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বাতিল রয়েছে। বেনারস – দেরাদুন জনতা এক্সপ্রেস, বেনারস – নতুন দিল্লি কাশী বিশ্বনাথ এক্সপ্রেস, এবং বেনারস – আনন্দ বিহার গরিব রথ এক্সপ্রেস ২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে। বেনারস – লখনৌ ইন্টারসিটি এক্সপ্রেস এবং বেনারস – প্রতাপগড় স্পেশাল এক্সপ্রেস ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে নতুন দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস তিন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছাপরা-গোরাখপুর-লখনৌ দিয়ে যাবে। এই ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনে যাবেনা। অন্যদিকে ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বেনারস – এলটিটি কামায়নি এক্সপ্রেস এবং বেনারস-গোয়ালিয়র বুন্দেলখন্ড এক্সপ্রেস মাধোসিং- জ্ঞানপুর রোড এবং প্রয়াগরাজ জংশন দিয়ে যাবে।

About Author