দীর্ঘ কয়েক বছর পর ভারতের হাইপ্রোফাইল রাম জন্মভূমিকে নিয়ে বিতর্কের অবসান ঘটলো। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নভেম্বরে অবসর নেওয়ার আগেই অযোধ্যা মামলার রায় দেবেন বলে আশা করা হয়েছে এবং রাম জন্মভূমি শীঘ্রই হস্তান্তর হবে হিন্দুদের হাতে। আজ তাই দীপাবলির প্রাক্কালে আলোয় সেজে উঠলো গোটা অযোধ্যা শহর।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের উদ্যোগে অযোধ্যায় আয়োজন করা হল ‘দীপোৎসব’ অনুষ্ঠানের। আজ মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলও। আজ এই অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে তাঁর সরকার সবসময় ভগবান রামের পদক্ষেপে চলেছে এবং তিনিই প্রথম আশ্বাস দিয়েছিলেন যে কোনও সীমানা ভঙ্গ না করেই বিজয় অর্জন করা যায়। তিনি বলেন যে ভগবান রামের নির্ধারিত সীমা সর্বদা তাদের বিজয়ের দিকে চালিত করেছে এবং এই সীমানা অযোধ্যা অতিক্রম না করলে শেষ পর্যন্ত নিশ্চিত ঐতিহাসিক মর্যাদা পাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআজ এই দীপোৎসব অনুষ্ঠানের অংশ হিসাবে অযোধ্যার সরযূ নদের প্রায় ৫.৫০ লক্ষের ও বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়। আলোর রোশনায় সেজে উঠা সরযূ নদের ভিডিওটি দেখে নিন।
#WATCH ‘Deepotsav’ celebrations underway at Ram ki Paidi in #Ayodhya pic.twitter.com/j6vlcB9oGP
— ANI UP (@ANINewsUP) October 26, 2019