ভারতে ইলেকট্রিক বাইক লঞ্চ করার ঘোষণা করেছে রয়্যাল এনফিল্ড। এর প্রি-প্রোডাকশন শুরু হয়েছে ইতিমধ্যে। শোনা যাচ্ছে, সংস্থাটি তার প্রথম বৈদ্যুতিক মডেল প্রস্তুত করেছে এবং খুব শীঘ্রই এটি চালু করা হতে পারে। যদিও রয়্যাল এনফিল্ড তাদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে অনেকেই বলছেন, খুব শিগগিরই নতুন ইলেকট্রিক বাইক দুটি ভ্যারিয়েন্টে বাজারে ছাড়া হবে। শোনা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে এই ইলেকট্রিক বাইকগুলো বাজারে নিয়ে আসা হবে। দীপাবলি উপলক্ষে এর লুক প্রকাশ্যে আসতে পারে।
অনেকের ধারণা, রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বুলেটটিতে ১৪ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে। এর ব্যাটারি একটি সাধারণ চার্জার দিয়ে চার্জ হতে ৭ থেকে ৯ ঘণ্টা সময় নিতে পারে। একই ফাস্ট চার্জারের সাহায্যে এটি ৪ ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে এবং আপনি জেনে খুশি হবেন যে কোম্পানি এই বাইকটির সাথে ফাস্ট চার্জ দিতে পারে বলে অনেকে মনে করছেন। তবে এ ব্যাপারে এখনই হলফ করে কিছু বলা যাচ্ছে না। কারণ কোম্পানির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
কিছু কিছু রিপোর্টে খবরে দাবি করা হয়েছে, নতুন বুলেটটি একবার ফুল চার্জ দিলে ১৯০ থেকে ২০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। বাইকটির দাম শুরু হতে পারে ২ লক্ষ ৬০, ০০০ টাকা থেকে। তবে এটাও অফিসিয়াল তথ্য নয়। অন্তত উৎসবের মরসুম পর্যন্ত অপেক্ষা না করলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আপাতত সবই জল্পনার পর্যায়ে রয়েছে।
এটাও শোনা যাচ্ছে না রয়াল এনফিল্ড এর প্রথম ইলেকট্রিক বাইকে থাকতে পারে প্রচুর আধুনিক ফিচার। যা ইলেকট্রিক বাইকের সঙ্গে হবে বেশ মানানসই। নতুন এই বাইকে গ্রাহকরা পেতে পারেন মোবাইল কানেক্টিভিটি, ব্যাটারি ইন্ডিকেটরসহ রাইডিং মোডের পাশাপাশি এবিএস, নেভিগেশন, ব্লুটুথ, এলইডি লাইটিং সহ আরও অনেক ফিচার।