Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর লাগবে না টাকা, গ্রাহকদের দেওয়া হচ্ছে ফ্রি ভয়েস কলিং

বিগত ২০১০ সাল থেকে BSNL এবং MTNL এই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাপক আর্থিক সঙ্কটে ভুগছিল।সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী BSNL এবং MTNL এর সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই…

Avatar

বিগত ২০১০ সাল থেকে BSNL এবং MTNL এই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাপক আর্থিক সঙ্কটে ভুগছিল।সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী BSNL এবং MTNL এর সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পরেই দেশে নেটওয়ার্ক কভারেজ বাড়ানোর জন্য আগামী মাসে এই অপারেটর ৫০,০০০ ৪ জি সাইটে টেন্ডার বসানোর কথা ঘোষণা করেছে। আর এরই মাঝে দীপাবলী উৎসব থাকায় BSNL তার গ্রাহকদের খুশি করার জন্য নিয়ে এলো দারুণ অফার।

সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড ঘোষণা করে যে তারা আলোর উৎসব উৎযাপন অর্থাৎ দীপাবলীর অংশ হিসেবে সীমিত সময়ের জন্য তার সমস্ত ল্যান্ডলাইন এবং ব্রডব্যান্ড গ্রাহকদের বিনামূল্যে সীমাহীন ভয়েস কলিং এর সুবিধা প্রদান করবে। এই নতুন অফার এর মাধ্যমে BSNL এর গ্রাহকরা ভারত জুড়ে যে কোনও ল্যান্ডলাইন এবং মোবাইল নম্বরে সীমাহীন ভয়েস কল করতে সক্ষম হবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই অফারটি আগামী ২৭ অক্টোবর রবিবার এবং ২৮ অক্টোবর সোমবারের এর মধ্যে মাত্র ২৪ বৈধ থাকবে। BSNL এর পরিচালক বিবেক বনজাল বলেন, “উৎসব উপলক্ষে আমাদের গ্রাহকরা তাদের বন্ধুবান্ধব এবং পরিবারকে শুভেচ্ছা জানান এবং বিএসএনএল ল্যান্ডলাইনের মাধ্যমে কলিংয়ের অভিজ্ঞতাটি সর্বোত্তম ।তাই শুভেচ্ছাকে সেরা মাধ্যমের দ্বারা করা উচিত।”

এদিন টেলিকম অপারেটর তার ভারত ফাইবার সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ করে। উল্লেখ্য ২০২০ সালের মার্চ মাসের মধ্যে দেশের তালিকাভুক্ত কিছু শহরে গ্রামগুলিতে অপটিক্যাল ফাইবার ভিত্তিক পরিষেবাটি আনতে প্রস্তুত বিএসএনএল।রিলায়েন্স জিওর জিও ফাইবারকে টেক্কা দেওয়ার জন্য এই বছর জানুয়ারি তে লঞ্চ হচ্ছে এই পরিষেবা।

About Author