টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। তবে এই জিওকে টেক্কা দিতে এবার ভারতে আসছে মুকেশ আম্বানির প্রতিদ্বন্দ্বী এলন মাস্ক। তাঁর স্টারলিঙ্ক কোম্পানি এমনিতেই বিদেশের মাটিতে রমরমিয়ে ব্যবসা করছে। এবার আগামী মাসের মধ্যে ভারতেও চলে আসতে পারে স্টারলিঙ্ক।
এলন মাস্কের এই স্টারলিঙ্ক ভারতের বাজারে এলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে আম্বানির জিও। একদিকে ফাইবার ব্রডব্যান্ড ও অন্যদিকে ডাটা ব্যালেন্স স্কিমে বড় ধাক্কা খাবে জিও। এই স্টারলিঙ্ক ভারতে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। এই কোম্পানির ইন্টারনেট ডাটা কানেকশন সাধারণের থেকে একটু আলাদা। ভারতে সমস্ত ব্রডব্র্যান্ড অপটিকাল ফাইবার নির্ভর। কিন্তু এই স্টারলিঙ্ক স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট কানেকশন দেয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআগামী মাস থেকে এই পরিষেবা পাওয়া যেতে পারে। Starlink একটি GMPCS (Global Mobile Personal Communication by Satellite) লাইসেন্স পাবে বলে আশা করা হচ্ছে। তারপর এটি স্পেকট্রাম বরাদ্দের জন্য যোগ্য হয়ে উঠবে। স্টারলিংক গত বছর জিএমপিসিএস লাইসেন্সের জন্য আবেদন করেছিল। টেলিকমিউনিকেশন বিভাগ বলেছে যে স্টারলিংকের আবেদন প্রক্রিয়া করতে সময় লেগেছে কারণ কিছু প্রয়োজনীয় নথির ব্যবস্থা করতে বিলম্ব হয়েছে। তবে এতে একটু বেশি খরচ হবে। সেটআপ করতে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ হবে। তবে তারপর মাসিক ৩০০ টাকা থেকে ৪০০ টাকা খরচ হবে।