দেশে অর্ধেকেরও বেশি মানুষ ট্রেনের মাধ্যমেই যাতায়াত করে থাকেন। রেলের যাত্রীরা যাত্রার সময় বেশ অনেক কিছু দিকে নজর রাখেন। এ বিষয়ে জানার কৌতূহল শেষ হয় না। এমন পরিস্থিতিতে আপনি কি কখনো লক্ষ্য করেছেন রেল পথের ধারে প্রতি তিন থেকে পাঁচ কিলোমিটার অন্তর অন্তর একটি করে আলমারির মতো বাক্স রাখা থাকে। এই বক্স স্থাপনের পিছনে একটা বড় কারণ কিন্তু রয়েছে যা জেনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক এই বাক্সের ব্যাপারে বিস্তারিত।
প্রথমেই বলে রাখি রেলওয়ে ট্র্যাকের পাশের এই বাক্সগুলিকে বলা হয় এক্সেল কাউন্টার বক্স। আপনি প্রতি তিন থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে এই বিশেষ বাক্স দেখতে পাবেন। আসলে রেল যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এগুলি ইন্সটল করা হয়ে থাকে। এই সাধারণ চেহারার এক্সেল কাউন্টার বক্সে একটি বিশেষ সেন্সর ইন্সটল করা রয়েছে যার প্রধান কাজ হল ট্রেনের কোচে লাগানো চাকার গণনা করা। আপনি এর নাম থেকে অনুমান করতে পারেন এর প্রধান কাজ হল ট্রেনের অ্যাক্সিস গণনা করা। এই বক্স বসানোর মূল উদ্দেশ্য ট্রেনে কতগুলি চাকা রয়েছে তা খুঁজে বের করা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই এক্সেল কাউন্টার বক্স সামনে দিয়ে যাবার ট্রেনের বগিতে লাগানো এক্সেল গণনা করে এবং পরবর্তী এক্সেল কাউন্টার বক্সে তার বিবরণ পাঠায় এবং এই ক্রমে এভাবে চলতে থাকে। যদি পূর্ববর্তী গণনার তুলনায় চাকার সংখ্যা কমে যায় তাহলে বাক্সটি অবিলম্বে একটি লাল সংকেত দেয় এবং এই লাল সংকেতের সাহায্যে বড় ধরনের দুর্ঘটনা সময় মত নিয়ন্ত্রণ করা যায়।