Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপির ‘মন কি বাত’ এর বিপরীতে শুরু হচ্ছে কংগ্রেসের ‘দেশ কি বাত’

দেশের প্রতিটি আমজনতার কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং দেশের জনতাকে এক সূত্রে বাঁধার উদ্দেশ্য ২০১৪ সালে ৩ রা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাত' নামে একটি অনুষ্ঠান…

Avatar

দেশের প্রতিটি আমজনতার কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং দেশের জনতাকে এক সূত্রে বাঁধার উদ্দেশ্য ২০১৪ সালে ৩ রা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’ নামে একটি অনুষ্ঠান শুরু করেন। দেশের প্রতিটি প্রান্তে টেলিভিশন সংযোগ না থাকায় এবং দেশের কোনায় কোনায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে সংযুক্ত হওয়ার জন্যে প্রতি মাসে অল ইন্ডিয়া রেডিও থেকে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মোদীজি।

সূত্র অনুযায়ী এই মাধ্যমের দ্বারা দেশের মোট জনসংখ্যার মধ্যে আনুমানিক ৯০ শতাংশ জনগণের কাছে পৌঁছে যাওয়া হয়েছে। ‘মন কি বাত’ এর ১৫ টি পর্বে ওয়েবসাইটে প্রায় ৬১,০০০ মতামত এবং ১.৪৩ লাখ অডিও রেকর্ডিংস শ্রোতাদের কাছ থেকে এসেছে এবং এটি একটি জনপ্রিয় অনুষ্ঠানে পরিণতি লাভ করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি জানা যায় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের বিরুদ্ধে ডাক দিয়ে এক বিপরীতমুখী অনুষ্ঠান করতে চলেছে কংগ্রেস। আজ ২৬ শে অক্টোবর থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ‘দেশ কি বাত’ অনুষ্ঠান। খবর সূত্রে জানা যায় যে, সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানকে লাইভ টেলিকাস্ট করা হবে। এখন দেখার বিষয় এটাই যে, ‘মন কি বাত’ এর পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানটি কতটা সাফল্য পায়।

About Author