মাত্র কয়েকদিন আগেই লঞ্চ হয়ে গিয়েছে অ্যাপেলের আইফোন ১৫ সিরিজ। লঞ্চের আগেই কোম্পানির তরফে জানানো হয়েছিল তারা IPHONE 15 PRO MAX স্মার্টফোনটিতে টাইটেনিয়াম ডিজাইন ব্যবহার করছে যা এই ফোনটিকে ব্যাপক শক্তিশালী করে দেবে। কিন্তু আদতে দেখতে গেলে সেরকমটা হয়নি। আসলে আইফোন ১৫ প্রো ম্যাক্স স্মার্টফোনটি ডিউরেবিলিটি টেস্টে রীতিমতো ফেল করেছে। সম্প্রতি একজন জনপ্রিয় ইউটিউবার JerriRigEverything অ্যাপেল iphone ১৫ প্রো ম্যাক্স ডিভাইসের একটি ডিউরেবিলিটি টেস্ট করেছেন যাতে দেখা গেছে ফোনটির অবস্থা রীতিমত খারাপ হয়ে গিয়েছে। প্রথমবারেই এই স্মার্টফোনে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। বলতে গেলে এই ডিভাইসটি খুব একটা শক্ত পোক্ত একেবারেই নয়।
ইউটিউবার এর এই পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই এই ডিভাইসের পিছন দিকের প্যানেলের কাচে ফাটল ধরে গিয়েছে। ফোনের ডিসপ্লে এবং পিছনের প্যানেলে স্ক্র্যাচ পড়েছে। এই স্ক্র্যাচ দেওয়ার জন্য ওই ইউটিউবার ছুরি এবং কাটার ব্যবহার করেছিলেন। দেখা যাচ্ছে এই ছুরি সাইড প্যানেল এর উপরে দাগ রেখে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে অ্যাপেল কোম্পানির এই নতুন ডিভাইস কিন্তু সবদিক থেকেই খুবই দুর্বল। এই নতুন স্মার্টফোনে আপনারা ফিচার অনেক দেখতে পাচ্ছেন। তবে সেইসব ফিচার খুব একটা ভালো নয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনাদের জানিয়ে রাখি, ২০১৪ সালে লঞ্চ হওয়া iphone 6 সিরিজের স্মার্ট ফোনগুলিও এই ধরনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। অ্যাপেল বলে থাকে তাদের এই সমস্ত স্মার্ট ফোন দারুন ভালো ডিজাইন এবং অত্যন্ত উন্নত মানের জিনিস দিয়ে তৈরি। কিন্তু, আদতে সেরকমটা হয় না। এর আগেও iphone 6 সিরিজের স্মার্ট ফোন পকেট এর মধ্যেই বেঁকে যায়। এরপর ৭ সিরিজে নতুনভাবে অ্যালুমিনিয়ামের সার্জিক্যাল গ্রেড স্টেনলেস ইস্পাত ব্যবহার করা শুরু করে apple। তবে iphone ১৫, একেবারেই অ্যাপেলের মান রাখতে পারেনি। সবদিক থেকেই যেন এই স্মার্টফোন দুর্বল।